দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২৫ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দাম কমেছে ২১.

৪৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে এ কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩৯.৬০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩১.১০ টাকা। এর ফলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১৩.৮৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১১.৫৪ শতাংশ, ওয়াইম্যাক্সের ১০.৪৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯.৫৫ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ৯.৪৭ শতাংশ, মিরাকল ইন্ড্রাস্ট্রিজের ৯.৪২ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৮.৭০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৬.২৫ শতাংশ ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.২২ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ত হ ক দ ম কম র

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৯২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৮৩ পয়েন্ট কমে ১ হাজার ১৯১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.৩১ পয়েন্ট কমে ২ হাজার ১২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং নির্ণয়

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি 

‎ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৩টি কোম্পানির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত আছে ৮৪টির।

এদিন ডিএসইতে মোট ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

‎অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৪৬৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৮.১৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৪১৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৮৮ পয়েন্ট কমে ৯৭১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৮.৩৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৫০১ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ১৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭০টি কোম্পানির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির।

‎সিএসইতে ২২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • পুঁজিবাজার: বড় পতনে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন
  • পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেন
  • পুঁজিবাজার উন্নয়নে ডিএসই ও ডিসিসিআইয়ের যৌথ সভা