দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

পাঁচ কোটি টাকা সংগ্রহে ব্রেইন স্টেশনের কিউআইও’র আবেদন

ই-জেনারেশনের ২.

২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বিদায়ী সপ্তাহে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর কমেছে ১৮.৩৩ শতাংশ। এর আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১.২০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে এ কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ০.৯৮ টাকা। এর ফলে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্টাইলক্রাফটের ১৫.৯৯ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১৫.২৫ শতাংশ, মেঘনা সিমেন্টের ১৫.১২ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ১৪.০১ শতাংশ, এক্সিম ব্যাংকের ১৩.৫১ শতাংশ, ফার কেমিক্যালের ১২.৯৮ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ১২.১২ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১১.৫৪ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের ১১.১১ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ত হ ক দ ম কম র

এছাড়াও পড়ুন:

তিন কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ অক্টোবর) সূচকের উত্থানে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। 

চলতি সপ্তাহে টানা তিন কার্যদিবস পতনের পর এ দিন সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। এ দিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

আরো পড়ুন:

সিএসই ও সিএফএফইএক্সের মধ্যে সমঝোতা স্বাক্ষর

বিএসইসি’র স্বায়ত্তশাসন দরকার: আনিসুজ্জামান চৌধুরী

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। তবে বুধবার (২৯ অক্টোবর) সকালে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবনতায় লেনদেনের শুরু হয়। লেনদেনের শেষ মুহূর্ত পর্যন্ত তা অব্যাহত ছিল। তবে গত কয়েক মাসের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন অনেক কমে গেছে। 

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭৫টি কোম্পানির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত আছে ৬৬টির।

এদিন ডিএসইতে মোট ৫০৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২২.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮০৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৩.১০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৫৮ পয়েন্ট বেড়ে ৮৯৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮৭.৫৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৮২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৪টি কোম্পানির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।

সিএসইতে ১৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
 

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং
  • ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিভিও ওরিয়ন ইনফিউশন
  • ডিএসইর পিই রেশিও কমেছে ১ শতাংশ
  • পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা
  • শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন
  • আল হারামাইন ও মাহিদ সিকিউরিটিজের ট্রেক লাইসেন্স বাতিল
  • তিন কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান