সিদ্ধিরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
Published: 25th, January 2025 GMT
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পাঠানটুলি বড় ও তুরুণ সমাজের আয়োজনে শুক্রবার রাতে পাঠানটুলি নীট কনসার্ন ১নং গেইট এলাকায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রিত অতিথীরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো.
এসময় বক্তারা বলেন, খেলাধুলা আমাদের যুবসমাজকে মাদক ও সকল প্রকার অপকর্ম থেকে দুরে রাখে। তাই আমাদের উচিৎ প্রতিটি এলাকায় যুবসমাজের জন্য বেশি বেশি খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দেওয়া। এতে যুবসমাজ মাদক থেকে রক্ষা পাবে এবং সুন্দর সমাজ তৈরি হবে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থ্যতা অর্জন করা যায়। সুতরাং সুন্দর মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলা কোন বিকল্প নেই।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাঈম, আসিফ, আকাশ, আব্দুল্লাহ, তৌসিফ, সায়েম, সুফিয়ান, রিয়াজ, মৃদুল, ইমন, রাজু, আওলাদ, রিপন, সালাউদ্দিন, মানিক, বোরহান ও নাছিম।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রূপগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে “নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫” ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে গাউসিয়া মার্কেট এলাকায় অনুষ্ঠিত এ কর্মশালা ও গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী ইমদাদুল্লাহ হাশেমী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জননেতা মাওলানা দ্বীন ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ও সংগঠনের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।