মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পাঠানটুলি বড় ও তুরুণ সমাজের আয়োজনে শুক্রবার রাতে পাঠানটুলি নীট কনসার্ন ১নং গেইট এলাকায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রিত অতিথীরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো.

আবুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহীম নীট গার্মেন্টের চেয়ারম্যান হাজী মো. ইউসুফ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি মো. রাকিবুর রহমান সাগর, রাজ এ্যাপারেলস এর চেয়ারম্যান মো. আনোর হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, খেলাধুলা আমাদের যুবসমাজকে মাদক ও সকল প্রকার অপকর্ম থেকে দুরে রাখে। তাই আমাদের উচিৎ প্রতিটি এলাকায় যুবসমাজের জন্য বেশি বেশি খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দেওয়া। এতে যুবসমাজ মাদক থেকে রক্ষা পাবে এবং সুন্দর সমাজ তৈরি হবে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থ্যতা অর্জন করা যায়। সুতরাং সুন্দর মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলা কোন বিকল্প নেই। 
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাঈম, আসিফ, আকাশ, আব্দুল্লাহ, তৌসিফ, সায়েম, সুফিয়ান, রিয়াজ, মৃদুল, ইমন, রাজু, আওলাদ, রিপন, সালাউদ্দিন, মানিক, বোরহান ও নাছিম।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও কার্তুজসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও শহীদের ছেলে জয় (২৬)।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার

সিলেটে পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা সাহাব গ্রেপ্তার

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
  • ১৩ ঘণ্টা পর রংপুরের রেল যোগাযোগ সচল
  • ওয়াগ্গাছড়া চা বাগানে হাতির তাণ্ডব
  • হেরোইন বিক্রির অভিযোগে ধামরাইয়ে গ্রেপ্তার ৩
  • টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২