এবারও বিতর্ক এড়াতে পারল না বাংলা একাডেমি পুরস্কার। তালিকা ঘোষণার দুই দিন পর গতকাল শনিবার সন্ধ্যায় তা স্থগিত করা হয়েছে। কয়েক বছর ধরে পুরস্কারটি নিয়ে বিতর্ক চলছে। গত বছর বিতর্কের জেরে কথাসাহিত্যিক জাকির তালুকদার তাঁর পুরস্কার ফেরত দিয়েছেন।

বাংলা একাডেমি সূত্রে জানা যায়, উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’-এর পুনর্বিবেচনার প্রয়োজন সম্পর্কে আলোচনা হয়। উত্থাপিত অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি আবার প্রকাশ করা হবে।

শনিবার রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টেও একই তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লেখেন, ‘বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এ ধরনের উদ্ভট ও কোটারি পুরস্কারের সুযোগ করে দেয়, সেগুলা দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে– এই সবকিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার কেন নয়?’

গত বৃহস্পতিবার একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়। তালিকায় নাম থাকা ব্যক্তিরা হলেন কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

পুরস্কারের তালিকা ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

 তালিকায় নাম থাকা কয়েকজনের বিষয়ে আপত্তি ওঠে। কোনো নারীর নাম তালিকায় না থাকার বিষয়টি উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেন কেউ কেউ।
অর্জয়িতা রিয়া নামে একজন লেখেন, ‘অনেকে বলেন যোগ্য লেখকদের সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এইটা ভুল কথা। সাহিত্যে পুরস্কার কেউ যোগ্যতার ভিত্তিতে দেয় না, দেয় গুরুত্ব বিবেচনায়। সেটা নোবেল বলেন, আর বাংলা একাডেমি বলেন। তবে দেখা যাচ্ছে গুরুত্ব বিবেচনার ক্ষেত্রে বারবার বাংলা একাডেমি একটা নির্দিষ্ট জেন্ডারকে বাদ দিচ্ছে, নারীদেরকে।’

‘বাংলা একাডেমি কি আওয়ামী লীগারদের পুনর্বাসন-পুরস্কার কেন্দ্রে পরিণত হয়েছে?’– এ প্রশ্ন তুলে গল্পকার ও ঔপন্যাসিক মাহবুব মোর্শেদ তাঁর ফেসবুকে অ্যাকাউন্টে লেখেন, ‘শেখ মুজিবকে নিয়ে বইয়ের পর বই লেখা ফারুক নওয়াজ ও মোহাম্মদ হাননান কীভাবে পুরস্কার পেলেন, সে প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাদের। এ দুজন নিশ্চিতভাবেই আওয়ামী লীগার।’

তালিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের নাম থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মাহবুব মোর্শেদ লেখেন, ‘বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমি একই মন্ত্রণালয়ের অধীন দুই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি নানা সূত্রে পরস্পর সম্পর্কিত। এ রকম একটি প্রতিষ্ঠানের প্রধানকে পদে থাকা অবস্থায় পুরস্কার দেওয়া যায়?’

এর আগে শুক্রবার এক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী লেখেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি এই পুরস্কার নিয়ে যে সমালোচনাগুলা হচ্ছে, সেটা গ্রহণ করছি। একজনও নারী লেখক খুঁজে না পাওয়া বিস্ময়কর। এছাড়া কিছু ক্যাটাগরিতে যে প্রশ্ন উঠেছে, সেগুলাও অযৌক্তিক না। সময় এসেছে, এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়া সংস্কারের। একই সাথে একাডেমিকে একটা বিশেষ গোষ্ঠীর মিলনমেলা না বানিয়ে কি করে ইনক্লুসিভ করা যায়, কি করে তরুণ মেধাকে এর চালিকাশক্তির অংশ করা যায়, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’

এদিকে পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত করায় রসিকতাও করছেন কেউ কেউ। অনেকে আবার স্থগিত হওয়া তালিকায় নাম ওঠা ব্যক্তিদের ‘সম্মানহানি’র বিষয়টি নিয়ে কথা বলছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ গত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘এরপর কারো পুরস্কার প্রাপ্তির ঘোষণা বা নিয়োগ পাওয়ার খবর শুনে মিষ্টি খাওয়া বড্ড ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়াবে!।’

তালিকা স্থগিতের বিষয়ে জানতে চাইলে কথাসাহিত্যিক জাকির তালুকদার সমকালকে বলেন, ‘এটি একটি বাজে উদাহরণ। যদিও এর আগে অনেক বাজে উদাহরণ বাংলা একাডেমি তৈরি করেছে। আরেকটি যোগ হলো।’

তিনি জানান, যারা বিরোধিতা করেছেন, তাদের যুক্তি হলো, এর আগে রাজনৈতিক বিবেচনায় পুরস্কার দেওয়া হয়েছে। এবারও আগের সুবিধাভোগীরা পুরস্কার পাওয়ায় রাজনৈতিক কারণেই বাতিল করতে হবে। এর মাধ্যমে মূলত রাজনৈতিক অসুস্থতা বহাল থাকল। তিনি সাহিত্যিককে সাহিত্যের বিচারে দেখার আহ্বান জানান। 
জাকির তালুকদারের মতে, বাংলা একাডেমির ভেতর গণতন্ত্রহীনতা, আমলাতন্ত্র, অসুস্থ চর্চা রয়ে গেছে– এসবের প্রতিফলন হিসেবে এ রকম ঘটনা ঘটতে থাকবে, যতদিন না বাংলা একাডেমিকে গঠনতন্ত্র অনুযায়ী ঢেলে সাজানো হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ল এক ড ম র জন ত ক এক ড ম র ফ সব ক

এছাড়াও পড়ুন:

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে: হামাস

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ঘোষণাপত্রের অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানিয়েছে।

বৃহস্পতিবার হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দখলদারির অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামবে না তারা।

মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছিল, ‘গাজায় যুদ্ধ বন্ধে হামাসকে (এই উপত্যকায়) তার শাসনের অবশ্যই অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে এটি সংগতিপূর্ণ।’

সৌদি আরব, কাতার, ফ্রান্স ও মিসরসহ ১৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লিগ ঘোষণাপত্রটি সমর্থন করেছে। এটি ‘দ্য নিউইয়র্ক’ ঘোষণাপত্র হিসেবে পরিচিতি পেয়েছে।

বৃহস্পতিবার আলাদা এক বিবৃতিতে প্রতি শুক্রবার, শনিবার ও রোববার বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর দূতাবাসের বাইরে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে তারা।

অনাহারে মৃত্যু ১৫৪

গাজায় কর্মরত চিকিৎসকেরা জানিয়েছেন, উপত্যকাটিতে অনাহারে আরও দুই শিশু এবং এক তরুণ মারা গেছে। এ নিয়ে সেখানে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৪ জনে। তাদের মধ্যে শিশু ৮৯টি।

গাজায় প্রায় ২১ লাখ মানুষের বসবাস। উপত্যকাটিতে গত মার্চ থেকে নতুন করে অবরোধ শুরু করে ইসরায়েল। ফলে সেখানে ত্রাণবাহী কোনো ট্রাক প্রবেশ করতে পারছিল না। আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি কিছুদিন ধরে গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। এই ত্রাণ প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য।

ত্রাণ নিতে প্রাণহানি ১৩৭৩

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গাজায় গত মে মাস থেকে এখন পর্যন্ত ত্রাণ আনতে গিয়ে মোট ১ হাজার ৩৭৩ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৮৫৯ জন মারা গেছেন বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে। গত মে মাসের শেষ থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি ইসরায়েলি সেনাদের সহায়তায় গাজার কয়েকটি স্থানে ত্রাণ দিচ্ছে।

বাকি ৫১৪ জন মারা গেছেন ত্রাণবাহী ট্রাকের আশপাশে। তাঁরা ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। অধিকাংশই ইসরায়েলের সেনাদের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে গাজায় অন্তত আরও ৪২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এই নিয়ে প্রায় ২২ মাসের সংঘাতে গাজায় ইসরায়েলি সেনাদের হামলা নিহত হয়েছেন অন্তত ৬০ হাজার ৩৩২ জন।

গাজায় স্টিভ উইটকফ

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজা সফর করেছেন। তিনি উপত্যকাটির রাফা এলাকায় জিএইচএফের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রও ঘুরে দেখেন। এ সময় ইসরায়েলে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা পাঁচ ঘণ্টার বেশি গাজায় ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উইটকফ নিজেই এই কথা জানিয়েছেন। আগের দিন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। উইটকফ বলেছেন, ‘মাঠের পরিস্থিতি বুঝতে ও তথ্য সংগ্রহ করতে আমরা গাজায় গিয়েছিলাম। গাজার মানবিক পরিস্থিতির একটি স্পষ্ট ধারণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য, যাতে করে গাজাবাসীর জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা যায়।’

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূত ও আবাসন খাতের সাবেক আইনজীবী উইটকফের আন্তর্জাতিক নীতি ও মানবিক সহায়তা-সংক্রান্ত কোনো অভিজ্ঞতা নেই। তা সত্ত্বেও তিনি মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের চেষ্টার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধেও কূটনীতি চালাচ্ছেন। এরই মধ্যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।

সম্পর্কিত নিবন্ধ