ওয়ালটন প্লাজার সঙ্গে ওয়ান্ডারল্যান্ড গ্রুপের চুক্তি
Published: 28th, January 2025 GMT
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার সঙ্গে ওয়ান্ডারল্যান্ড গ্রুপের পারস্পরিক সমঝোতা (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির আওতায় ওয়ালটন প্লাজা পরিবারের সদস্য এবং ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারীগণ ওয়ান্ডারল্যান্ড গ্রুপের বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্কে প্রবেশ ও বিভিন্ন রাইড গ্রহণে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন। অপরদিকে, চুক্তির আওতায় ওয়ান্ডারল্যান্ড গ্রুপের সদস্যগণ ওয়ালটন প্লাজা থেকে পণ্য কেনায় সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন।
গত রোববার (২৬ জানুয়ারি, ২০২৫) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এমওইউ স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান এবং ওয়ান্ডারল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জি এম মাশফিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল ইসলাম, ওয়ান্ডারল্যান্ড গ্রুপের ম্যানেজার শহিদুল ইসলাম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/একরাম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব