পিএইচডি শিক্ষার্থীর বিরুদ্ধে ১০ নারীকে ধর্ষণের অভিযোগ
Published: 29th, January 2025 GMT
পিএইচডির এক জন শিক্ষার্থী মদ বা মাদক সেবন করিয়ে ১০ নারীকে ধর্ষণ করেছিল। শুধু তা-ই নয়, ‘স্মৃতিচিহ্ন’ হিসেবে তার ধর্ষণের ভিডিও ধারণ করেছিল সে। যুক্তরাজ্যের একটি আদালতে এ মামলার শুনানি শুরু হয়েছে বলে বুধবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।
২৭ বছর বয়সী চীনা নাগরিক ঝেনহাও জুকে ‘শিকারী, যৌনকর্মী এবং ধর্ষক’ হিসেবে বর্ণনা করা হয়েছে মামলার অভিযোগে। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, জু ২০১৭ সালের সেপ্টেম্বরে ব্রিটেনে আসেন এবং প্রথমে বেলফাস্টের কুইন্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি ২০১৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রির পর পিএইচডি ডিগ্রির জন্য অধ্যয়ন করছিলেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০২৩ সালে লন্ডনের পুলিশের সাথে প্রথম যোগাযোগ করেছিলেন এক নারী। তিনি “ফোনে, তিনি ব্যাখ্যা করেছিলেন যে তাকে মদ পান করানোর পর পুরুষটি আটকে রেখেছিল। পুরুষটি তাকে প্রচুর মদ্যপান করাতে বাধ্য করেছিল এবং তারপর তাকে ধর্ষণ করেছিল।
পরে এই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে জু-এর নাম উল্লেখ করে পোস্ট করেন। তার এই পোস্ট দেখে আরেক নারী যোগাযোগ করেন এবং জানান ‘তারও একই রকম অভিজ্ঞতা হয়েছে।’
জু-এর বিরুদ্ধে ১০ জন নারীর বিরুদ্ধে ১১টি ধর্ষণের অভিযোগ, তিনটি যৌনকর্মের অভিযোগ, ১২টি পর্নোগ্রাফিক ছবি রাখার অভিযোগ, একটি মিথ্যা কারাদণ্ডের অভিযোগ এবং আটটি মাদক সরবরাহের উদ্দেশ্যে নিয়ন্ত্রিত মাদক রাখার অভিযোগ আনা হয়েছে।
জু সম্পর্কে প্রসিকিউটর ক্যাথেরিন ফ্যারেলি কেসি বলেন, “বাইরের মানুষের কাছে, তিনি নিঃসন্দেহে একজন বুদ্ধিমান এবং মনোমুগ্ধকর যুবক হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। প্রসিকিউশন বলছে যে সে একজন অবিরাম যৌন শিকারী; একজন যৌনকর্মী এবং একজন ধর্ষক।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
রাস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।”
দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”
তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”
ঢাকা/শান্ত