রূপগঞ্জে মহিলা মেম্বারের বাড়িতে হামলা লুটপাটের অভিযোগ
Published: 1st, February 2025 GMT
রূপগঞ্জের হাটাবো এলাকায় শনিবার দুপুরে মহিলা মেম্বার রুবির বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগেও ওই নারী মেম্বারের কাছ থেকে চাঁদা নিয়েছে।
জানা যায়, শনিবার দুপুরে রুবি মেম্বার বাড়িতে না থাকার সুযোগে হাটাবো এলাকার কাইয়ুমের ছেলে আনিছ মোল্লা, মৃত মানিক মিয়ার ছেলে রুবেল, জাহিদ মাস্টারের ছেলে নিহাদের নেতৃত্বে ২৫/৩০ জন যুবক দেশীয় অস্ত্রেশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান আসবাবপত্র লুটপাট করে নিয়ে গেছে। এ সময় বাড়ির আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা চলে যায়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, লোকমুখে শুনেছি। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে