Samakal:
2025-05-01@16:21:19 GMT

‘আগে সংস্কার পরে নির্বাচন’

Published: 1st, February 2025 GMT

‘আগে সংস্কার পরে নির্বাচন’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ বলেছেন, ক্ষমতায় গিয়ে সংস্কার করার প্রতিশ্রুতি জনগণ আর বিশ্বাস করে না। এর আগে একাধিক দলীয় সরকারই ক্ষমতায় ছিল। কিন্তু কেউই সংস্কারের ক্ষেত্রে গুরুত্ব দেয়নি। দেশের মানুষের কল্যাণের জন্য আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন করা জরুরি। 

শনিবার বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাগেরহাট জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী।

ইউনুছ আহমদ বলেন, আমরা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের বিলুপ্তি ঘটিয়েছি। পরে দেখলাম সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য দুই ভাগ হয়ে গেছে। ফ্যাসিস্টদের জায়গাগুলো দখল করেছে অন্য একটি দল, যা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। তারা আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আওয়ামী লীগ নেতাদের মতো তারাও ওয়াজ মাহফিলে গিয়ে আলেমদের সঙ্গে খারাপ আচরণ করছে। 

সম্মেলন শেষে বাগেরহাট জেলা ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটির ছয় সদস্যের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মাহফুজুর রহমান সভাপতি, সহসভাপতি ফকির শহিদুল ইসলাম, ফারুক হোসাইন ও এইচ এম সাইফুল ইসলাম এবং সেক্রেটারি মোশাররফ হোসাইন ও জয়েন্ট সেক্রেটারি মো.

নুরুজ্জামান।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে আসতে চায় চীনা বহুজাতিক কোম্পানি টেনসেন্ট, কী ব্যবসা করে তারা

চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। আজ (সোমবার) তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরও অনেকেই।

চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে বলে একই পোস্টে উল্লেখ করেন ফয়েজ আহমদ তৈয়্যব। এ প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘আজ আমরা চায়নিজ জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি।’

অসাইরিস গ্রুপও বাংলাদেশে আসছে বলে উল্লেখ করেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে হাইপার স্কেলার ক্লাউড ও ডেটা সেন্টার হবে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি যাত্রার হাত ধরে। এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সে-আপ, যেখানে আসতে পারে মেটা, গুগলের পেলোড। এমন অভাবনীয় সব উপহার বাংলাদেশকে দিতে চলছেন অধ্যাপক ইউনূস।

টেনসেন্টের ওয়েবসাইটের তথ্য বলছে, প্রযুক্তি খাতের কোম্পানিটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত। কোম্পানিটির প্রধান কার্যালয় চীনের শেনজেনে অবস্থিত।

আরও পড়ুনবাংলাদেশের গেমশিল্পের উন্নয়নে কাজ করতে আগ্রহী চীনের টেনসেন্ট২৬ ফেব্রুয়ারি ২০২৫প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

সম্পর্কিত নিবন্ধ

  • ৪,৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • ।।  বাংলাদেশি কবিতা বিরল সম্মাননা ।।
  • সাড়ে ৪ হাজার কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • সাবেক সচিবের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধানে দুদক 
  • জবির বায়োকেমিস্ট্রি বিভাগে ৮ বছর ধরে একই চেয়ারম্যান
  • ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ
  • বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক
  • বাংলাদেশে আসতে চায় চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট
  • বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চীনা বহুজাতিক কোম্পানি টেনসেন্ট
  • বাংলাদেশে আসতে চায় চীনা বহুজাতিক কোম্পানি টেনসেন্ট, কী ব্যবসা করে তারা