Samakal:
2025-11-03@12:55:08 GMT

‘আগে সংস্কার পরে নির্বাচন’

Published: 1st, February 2025 GMT

‘আগে সংস্কার পরে নির্বাচন’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ বলেছেন, ক্ষমতায় গিয়ে সংস্কার করার প্রতিশ্রুতি জনগণ আর বিশ্বাস করে না। এর আগে একাধিক দলীয় সরকারই ক্ষমতায় ছিল। কিন্তু কেউই সংস্কারের ক্ষেত্রে গুরুত্ব দেয়নি। দেশের মানুষের কল্যাণের জন্য আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন করা জরুরি। 

শনিবার বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাগেরহাট জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী।

ইউনুছ আহমদ বলেন, আমরা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের বিলুপ্তি ঘটিয়েছি। পরে দেখলাম সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য দুই ভাগ হয়ে গেছে। ফ্যাসিস্টদের জায়গাগুলো দখল করেছে অন্য একটি দল, যা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। তারা আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আওয়ামী লীগ নেতাদের মতো তারাও ওয়াজ মাহফিলে গিয়ে আলেমদের সঙ্গে খারাপ আচরণ করছে। 

সম্মেলন শেষে বাগেরহাট জেলা ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটির ছয় সদস্যের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মাহফুজুর রহমান সভাপতি, সহসভাপতি ফকির শহিদুল ইসলাম, ফারুক হোসাইন ও এইচ এম সাইফুল ইসলাম এবং সেক্রেটারি মোশাররফ হোসাইন ও জয়েন্ট সেক্রেটারি মো.

নুরুজ্জামান।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১