না’গঞ্জ চেম্বার অব কমার্স’র নির্বাচনে লড়বেন ২৬ প্রার্থী
Published: 3rd, February 2025 GMT
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের নির্বাচনে মোট ২৬ জনকে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন বোর্ডের এক সভায় এ ঘোষণা করা হয়।
তালিকায় জেনারেল গ্রুপে ১৮ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন ও ট্রেড গ্রুপে ১জন প্রার্থীর নাম স্থান পায়। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।
সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা বলেন, চেম্বার অব কমার্সের নির্বাচনে আপীল বোর্ডের সভায় বাতিলকৃত মনোনয়নপত্রের আপত্তি বিষয়ে শুনানি হয় গত ১ ফেব্রুয়ারি। এসময় প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের শুনানি শেষে সদস্যপদ নথিপত্র ও ভোটার তালিকা যাচাই করে সকল সদস্যের সিদ্ধান্ত মতে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি আরও বলেন, চেম্বারের আসন্ন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রার্থীরা মনোনয়নপত্র
দাখিল করার পরে ২৬ জানুয়ারি, নির্বাচন বোর্ডের সভায় সকল সদস্যের উপস্থিতিতে মনোনয়নপত্রের বক্সের ভিতরে ২৬টি মনোনয়নপত্র পাওয়া যায়। মনোনয়নপত্র যাচাই বাছাই করে জেনারেল গ্রুপের ১৮ জন, এসোসিয়েট গ্রুপের ৭ জন ও ট্রেড গ্রুপের ১ জনের মনোনয়নপত্র বৈধ প্রার্থী তালিকায় স্থান পায় এবং জেনারেল গ্রপের ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল।
নির্বাচনে চূড়ান্ত প্রার্থীরা হলেন- জেনারেল গ্রুপে মাসুদুজ্জামান, মুস্তাফিজুর রহমান ভুঁইয়া, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ আবু জাফর, গোলাম মুহাম্মদ কায়সার, মো.
এসোসিয়েট গ্রুপে আছেন মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক, মোহাম্মদ মনিরুল ইসলাম। ও ট্রেড গ্রুপ্রে একমাত্র চুরান্ত প্রার্থী হলেন শ্রী বিকাশ চন্দ্র সাহা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স গঠন ন র য়ণগঞ জ র রহম ন সদস য
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।
মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।