নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের নির্বাচনে মোট ২৬ জনকে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন বোর্ডের এক সভায় এ ঘোষণা করা হয়।

তালিকায় জেনারেল গ্রুপে ১৮ জন, এসোসিয়েট গ্রুপে ৭ জন ও ট্রেড গ্রুপে ১জন প্রার্থীর নাম স্থান পায়। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।

 সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা বলেন, চেম্বার অব কমার্সের নির্বাচনে আপীল বোর্ডের সভায় বাতিলকৃত মনোনয়নপত্রের আপত্তি বিষয়ে শুনানি হয় গত ১ ফেব্রুয়ারি। এসময় প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের শুনানি শেষে সদস্যপদ নথিপত্র ও ভোটার তালিকা যাচাই করে সকল সদস্যের সিদ্ধান্ত মতে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরও বলেন, চেম্বারের আসন্ন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রার্থীরা মনোনয়নপত্র

দাখিল করার পরে ২৬ জানুয়ারি, নির্বাচন বোর্ডের সভায় সকল সদস্যের উপস্থিতিতে মনোনয়নপত্রের বক্সের ভিতরে ২৬টি মনোনয়নপত্র পাওয়া যায়। মনোনয়নপত্র যাচাই বাছাই করে জেনারেল গ্রুপের ১৮ জন, এসোসিয়েট গ্রুপের ৭ জন ও ট্রেড গ্রুপের ১ জনের মনোনয়নপত্র বৈধ প্রার্থী তালিকায় স্থান পায় এবং জেনারেল গ্রপের ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল।

নির্বাচনে চূড়ান্ত প্রার্থীরা হলেন- জেনারেল গ্রুপে মাসুদুজ্জামান, মুস্তাফিজুর রহমান ভুঁইয়া, রতন কুমার সাহা, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ আবু জাফর, গোলাম মুহাম্মদ কায়সার, মো.

আঃ হাই রাজু, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, মো. মজিবুর রহমান, মো. গোলাম সারোয়ার (সাঈদ), এম নাছির উদ্দিন, মো. সোহাগ, মোহাম্মদ বজলুর রহমান, মো. হানিফ মিয়া, মো. মাহফুজুর রহমান খান (মাহফুজ), আহমেদুর রহমান তনু, আব্দুল্লাহ আল মামুন।

এসোসিয়েট গ্রুপে আছেন মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক, মোহাম্মদ মনিরুল ইসলাম। ও ট্রেড গ্রুপ্রে একমাত্র চুরান্ত প্রার্থী হলেন শ্রী বিকাশ চন্দ্র সাহা।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স গঠন ন র য়ণগঞ জ র রহম ন সদস য

এছাড়াও পড়ুন:

প্রয়াত বিএনপি নেতা মাহমুদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রয়াত মাহমুদুর রহমানের স্মরণে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

সোমবার (২৮ জুলাই) বাদ জোহর শহরের আমলাপাড়া আশরাফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময়ে প্রয়াত মাহমুদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

দোয়া মাহফিল পূর্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু প্রয়াত মাহমুদুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, মাহমুদুর রহমান ছিলেন বিএনপির একনিষ্ঠ কর্মী। মৃত্যুর দিন পর্যন্ত তিনি স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলনে ঢাকার রাজপথে ছিলেন।

রাজপথে মিছিল করতে করতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা একজন জাতীয়তাবাদের আদর্শের সৈনিককে হারিয়েছি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

দোয়া করবেন আল্লাহ যেন মাহমুদুর রহমানকে বেহেস্ত দান করেন আমিন। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। নমহানগর বিএনপি সব সময় মাহমুদুর রহমানের পরিবারের পাশে আছে এবং থাকবে। 

এসময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, বরকত উল্লাহ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপি নেতা আক্তার হোসেন, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, মাহবুবুর রহমান, আল আরিফ, শাহাবুদ্দিন , মাসুম মিয়া, মনির হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ
  • সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন
  • ফতুল্লার  শিবু মার্কেট এলাকায় মাও. জব্বারের গণসংযোগ,: ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থী
  • সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে মাছের পোনা অবমুক্ত করলো বিএনপি
  • ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
  • ‘এইচ টি ইমামের’ বন্ধ কারখানায় ডাকাতির চেষ্টা, আটক ৬
  • প্রয়াত বিএনপি নেতা মাহমুদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া
  • ৩৫ বছর পর রাকসু নির্বাচন ১৫ সেপ্টেম্বর
  • রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১৫ সেপ্টেম্বর
  • গজারিয়ায় প্রতিপক্ষের গুলিতে ‘শুটার’ মান্নান নিহত