সিরাজগঞ্জ ও ঝিনাইদহের ৯টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
Published: 10th, February 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সিরাজগঞ্জের ছয়টির মধ্যে ৫টি এবং ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনে প্রাথমিক বাছাইভিত্তিক প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম এবং ঝিনাইদহ জেলা শাখার জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো.
অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘‘আজ সকালে দারুল ইসলাম মহিলা কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা জামায়াতের দাপ্তরিক সুধী সমাবেশে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রার্থীদের নাম ঘোষণা করেন।’’
আরো পড়ুন:
মে-জুনের মধ্যেই ভোটের পূর্ণ প্রস্তুতি: বিএনপিকে বলল ইসি
এখন গণতন্ত্র ও ভোটের শত্রু চতুর দিকে: আহমেদ আযম
তিনি বলেন, ‘‘সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড।’’
ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর বলেন, ‘‘জামায়াত ইসলামীর দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে পর্যালোচনার পর ঝিনাইদহের ৪টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। এখানে নিজেদের কোনো চাওয়া-পাওয়া বা না পাওয়ার কোনো বিষয় নেই। আমরা চাই সুন্দর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।’’
সিরাজগঞ্জের ৫টি আসনের প্রার্থী—
সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান; সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপজেলা আমির অধ্যাপক মিজানুর রহমান।
এদিকে, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। যাচাই-বাছাই করে কয়েকদিনের মধ্যে সেটিও ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
ঝিনাইদহের ৪টি আসনের প্রার্থী—
ঝিনাইদহ-১ (শৈলকূপা নিয়ে গঠিত) আসনে শৈলকূপা উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিয়ার রহমান; ঝিনাইদহ-২ (২টি উপজেলা সদর-হরিনাকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত) আসনে জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ (২টি উপজেলা কোটচাঁদপুর-মহেশপুর নিয়ে গঠিত) আসনে কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক মতিউর রহমান ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক নিয়ে গঠিত) আসনে কালীগঞ্জ উপজেলার নায়েবে আমির মাওলানা আবু তালেব।
সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছেন, দলটি এখনো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেনি। সেখানে তিনি বলেছেন, “জামায়াত এখনো অফিশিয়ালি প্রার্থী ঘোষণা করেনি, এটা প্রাথমিক সিলেকশন। ইলেকশন এখনো অনেক দূর। ইলেকশন কাছে এলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে। তখন যাদের নমিনেশন দেওয়া হবে, তারাই হবেন প্রার্থী।”
তিনি বলেছেন, “মৌলিক সংস্কারের আগে নির্বাচন নয়। সংস্কারের আগে নির্বাচন হলে তা হবে নির্বাচনী জেনোসাইড। এটি আমরা চাই না; আমরা চাই সুষ্ঠু পরিবেশ তৈরির হওয়ার পর নির্বাচন হোক।”
অদিত্য/সোহাগ/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ম য় ত র আম র স র জগঞ জ র রহম ন ঝ ন ইদহ ল ইসল ম উপজ ল
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ