দুবাই থিমের পোশাকে আবায়া অ্যান্ড গাউন
Published: 12th, February 2025 GMT
ভিন্ন ধারার ফ্যাশন হাউজ আবায়া অ্যান্ড গাউন এবার নিয়ে এলো দুবাই থিমের পোশাক। আমাদানির পাশাপাশি এখন দেশেই দুবাই থিমের পোশাক উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির তৃতীয় শোরুম উদ্বোধন হলো বনানীতে। আবায়া অ্যান্ড গাউনের প্রতিষ্ঠাতা এবং কার্য-নির্বাহী প্রধান মারুফা জাহান জানান, সম্প্রতি বনানীর ১১ নম্বর রোডের ই-ব্লকে অ্যালিসন টাওয়ারে ক্রেতা এবং শুভাকাঙ্খীদের সরব উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু আবায়া অ্যান্ড গাউনের নতুন এই শাখা। বনানীর নতুন এই শাখাটি মূলত অভিজাত ক্যাটাগরির একটি শাখা যেখানে অভিজাত থিমের পোশাকগুলো প্রাধান্য পাবে।
নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে মারুফা জাহান বলেন, হিজাব, বোরখা বা মডেস্ট লাইফস্টাইলে আগ্রহী সবার জন্য "একের ভেতরে সব" আছে আবায়া এন্ড গাউনে। ডিজাইনে আমরা সবসময় গুনগতমান আর আরামকে প্রাধান্য দেই। আর আমাদের বনানী আউটলেটের বিশেষত্ব হলো অন্যান্য আউটলেটের রেগুলার আইটেমের পাশাপাশি এক্সক্লুসিভ কালেকশন রেখেছি যা অন্য আউটলেটগুলোতে নেই।
উল্লেখ্য, আবায়া, হিজাব, বোরখা, গাউন, কেপ এবং এই ধরনের পোশাক যারা পরতে পছন্দ করেন তাদের জন্য দুবাই ও চীন থেকে আমদানী করা পোশাকও আছে এই ফ্যাশন হাউজে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রবীন্দ্রজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’ এর আয়োজন
প্রতিটি বাঙালির জীবনযাপনে কিংবা চিন্তার অবিরাম চর্চায় রবীন্দ্রনাথ থাকেন অপরিসীম অনুপ্রেরণা হয়ে। বাঙালির ভাষা, শিক্ষা, গল্প, গান, কবিতা, চিত্রশিল্পসহ সামগ্রিক সংস্কৃতিকে তিনি তাঁর নানা কর্মের মধ্য দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের। বিশ্বকবির ১৬৫তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে ‘রঙ বাংলাদেশ’ তাদের পোশাকের ডিজাইনে নিয়ে এসেছে কবির স্বাক্ষর, তাঁর মুখাবয়ব ও কবির রচিত গানের বাণীকে ব্যবহার করে নানা রঙের শাড়ি, টি-শার্ট, পাঞ্জাবিসহ ইত্যাদি পণ্য। আগ্রহীরা কবির জন্মদিনের আগেই ঘুরে দেখে আসতে পারেন দেশের প্রশংসিত ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’-এর আউটলেট। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটে পাওয়া যাবে রবীন্দ্রজয়ন্তী আয়োজনের পোশাক। চাইলে ঘরে বসে অনলাইনেও কিনতে পারেন পছন্দের পোশাক। রবীন্দ্রজয়ন্তীকে ঘিরে যে কোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে ‘রঙ বাংলাদেশ’-এর আউটলেটে। v