সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রাকেশ রায় (৭৫) নামে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ ইউনিয়নের শেখপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম রাকেশ রায় (৭৫)। তিনি হবিগঞ্জ শহরে উমেদনগর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুরগামী অটোরিকশার সঙ্গে রানীগঞ্জগামী ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে ওই বৃদ্ধ মারা যান। সেই সঙ্গে দুই গাড়ির চালক ও ছয় যাত্রী আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, “গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/মামুন/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস

দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ