Samakal:
2025-05-01@01:15:23 GMT

পুলিশ কর্মকর্তার ৩ বছরের জেল

Published: 13th, February 2025 GMT

পুলিশ কর্মকর্তার ৩ বছরের জেল

জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৫১ লাখ টাকার সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় খুলনায় পুলিশের এসআই মো. আলী আকবর শেখের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালত। আজ বৃহস্পতিবার সকালে আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার পর আসামি আলী আকবরকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়। আলী আকবর সবশেষ খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। 

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, ২০১৬ সালের ২২ মার্চ পুলিশ কর্মকর্তা আলী আকবরের বিরুদ্ধে মামলা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন। মামলার তদন্ত শেষে আলী আকবরকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক নাজমুল হাসান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এসআই

এছাড়াও পড়ুন:

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।

গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।

সম্পর্কিত নিবন্ধ

  • বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের ও গোলাম আকবর
  • গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ