বইমেলায় ‘লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা’
Published: 13th, February 2025 GMT
অমর একুশে বইমেলায় (২০২৫) প্রকাশিত হয়েছে গবেষক ও লেখক আলতাফ পারভেজের নতুন বই ‘লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা’।
সাধারণভাবে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি পর্ব শেষ হয়েছে। সেই পর্বের তথ্য-উপাত্ত ও প্রাথমিক ঘটনাক্রমের নির্মোহ বিবরণ সংরক্ষণের চেষ্টা করা হয়েছে এ বইয়ে। সেই সঙ্গে পটভূমি থেকে শুরু করে সাংস্কৃতিক পরিণতি পর্যন্ত অন্তত দশটি ভাগে অভ্যুত্থানকালীন ঘটনাবলি নথিবদ্ধকরণ এবং অভ্যুত্থানের রাজনৈতিক অর্থনীতি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, সংগঠকদের ‘৩৬ জুলাই’-এর আগের কর্মকাণ্ড ও ঘটনাবলির বিবরণসহ নানা দিক যুক্ত হয়েছে। পুরোটা তৈরি করা হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্রসহ অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপের ভিত্তিতে। ভবিষ্যতে ইতিহাস লেখার কাজ এগিয়ে নিতে এই গ্রন্থ নিঃসন্দেহে সহায়ক হবে।
বই: ‘লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা’
লেখক : আলতাফ পারভেজ
প্রকাশক : প্রথমা প্রকাশন
আইএসবিএন : ৯৭৮৯৮৪৫৩৭০০৮০
প্রকাশের সাল : ২০২৫
বাঁধাই : হার্ডকবার
পৃষ্ঠা সংখ্যা : ২৩২
দাম: ৪১৬.
আরো পড়ুন:
বুক মার্কেটিং লেখক-প্রকাশক উভয়েরই দায়িত্ব: জসিম উদ্দিন
সাতক্ষীরায় একুশে বইমেলা শুরু
ঢাকা/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫