বইমেলায় ‘লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা’
Published: 13th, February 2025 GMT
অমর একুশে বইমেলায় (২০২৫) প্রকাশিত হয়েছে গবেষক ও লেখক আলতাফ পারভেজের নতুন বই ‘লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা’।
সাধারণভাবে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি পর্ব শেষ হয়েছে। সেই পর্বের তথ্য-উপাত্ত ও প্রাথমিক ঘটনাক্রমের নির্মোহ বিবরণ সংরক্ষণের চেষ্টা করা হয়েছে এ বইয়ে। সেই সঙ্গে পটভূমি থেকে শুরু করে সাংস্কৃতিক পরিণতি পর্যন্ত অন্তত দশটি ভাগে অভ্যুত্থানকালীন ঘটনাবলি নথিবদ্ধকরণ এবং অভ্যুত্থানের রাজনৈতিক অর্থনীতি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, সংগঠকদের ‘৩৬ জুলাই’-এর আগের কর্মকাণ্ড ও ঘটনাবলির বিবরণসহ নানা দিক যুক্ত হয়েছে। পুরোটা তৈরি করা হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্রসহ অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপের ভিত্তিতে। ভবিষ্যতে ইতিহাস লেখার কাজ এগিয়ে নিতে এই গ্রন্থ নিঃসন্দেহে সহায়ক হবে।
বই: ‘লাল জুলাই: চব্বিশের গণ-অভ্যুত্থানের পথপরিক্রমা’
লেখক : আলতাফ পারভেজ
প্রকাশক : প্রথমা প্রকাশন
আইএসবিএন : ৯৭৮৯৮৪৫৩৭০০৮০
প্রকাশের সাল : ২০২৫
বাঁধাই : হার্ডকবার
পৃষ্ঠা সংখ্যা : ২৩২
দাম: ৪১৬.
আরো পড়ুন:
বুক মার্কেটিং লেখক-প্রকাশক উভয়েরই দায়িত্ব: জসিম উদ্দিন
সাতক্ষীরায় একুশে বইমেলা শুরু
ঢাকা/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।