ছুটির দিনে সাধারণত একুশে বইমেলা শুরু হয় বেলা ১১টায় শিশুপ্রহর দিয়ে। রাত নয়টা পর্যন্ত মেলা চলে। কিন্তু গত দুই দিনই মেলার সময় কাটা পড়ল শুরুতে আর শেষে। শুক্রবার পবিত্র শবে বরাতের জন্য মেলার দ্বার বন্ধ হয়েছিল সন্ধ্যা সাড়ে সাতটায়। আর গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য শিশুপ্রহর বাদ পড়ল। মেলা শুরু হয় বেলা দুইটায়। সময় কমলেও গতকাল বিক্রি বেশ ভালো হয়েছে বলে প্রকাশকেরা জানালেন।
মেলার মাঠে কথা হলো বিদ্যা প্রকাশের প্রকাশক মজিবর রহমানের সঙ্গে। তিনি বলেন, এবারে মেলার চরিত্র ও মেজাজে একধরনের পরিবর্তন রয়েছে। তার ওপর ছুটির দিনে মেলার সময় কমানোর সিদ্ধান্ত বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এভাবে সময় কাটছাঁট করার ঘটনা আগে ঘটেনি। এ ছাড়া কিছু গ্রন্থানুরাগী দেশের বিভিন্ন এলাকা থেকে বইমেলায় আসেন। এবার এখনো মেলায় তাঁদের দেখা যাচ্ছে না।
রোকেয়া প্রয়াণলেখ, আবুল আহসান চৌধুরী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সময় ক
এছাড়াও পড়ুন:
এক সেলিব্রিটিকে সবাই ধুয়ে দিচ্ছে
আগের পর্বআরও পড়ুনআজকে তুমি কোনো কথা বলবা না২২ ঘণ্টা আগে