গত বছর রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নেয় বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। সিনেমাটি নিয়ে পরিচালকের সঙ্গে আয়োজনে অংশ নেন সিনেমার প্রধান চরিত্রের অভিনেত্রী প্রিয়াম অর্চি। পরে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই যুক্তরাজ্যে যান। সেখানে গিয়েই জানতে পারেন তাঁদের সিনেমাটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। খুশি হলেও সেই অ্যাওয়ার্ড ছুঁয়ে দেখতে পারেননি। এক বছর পরে সেই স্বীকৃতি ছুঁয়ে দেখলেন প্রিয়াম।

প্রিয়াম অভিনীত ‘বলী’ সিনেমা ৭ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বুসানের নিউ কারেন্টস–জয়ী এই সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত প্রিয়াম। এর মধ্যে ‘নির্বাণ’ সিনেমার পরিচালক আসিফ ইসলামের সঙ্গে দেখা করেন।

প্রিয়াম। ছবি: ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)

পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।

টেনিস

মাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫

পিএসএল

মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি

লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি

আইপিএল

রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

ইউরোপা লিগ: সেমিফাইনাল

বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩

টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১

কনফারেন্স লিগ: সেমিফাইনাল

জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ