দর্শনায় ৪টি বোমা সাদৃশ্য বস্তুসহ কারিগর আটক
Published: 20th, February 2025 GMT
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) চত্বরে এক সপ্তাহের ব্যবধানে তিন দফায় ৬টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এবার ৪টি বোমা সাদৃশ্য বস্তুসহ আলীহিম নামের এক কারিগরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) জাকিয়া সুলতানার নেতৃত্বে দর্শনার পার্শ্ববর্তী আকুন্দবাড়িয়া গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে বোমা সাদৃশ্য বস্তু গুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) জাকিয়া সুলতানা জানান, চিনিকল পল্লীতে দফায় দফায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারে ঘটনায় আমরা তল্লাশি অভিযান শুরু করি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত পূর্বক আটক করার জন্য জাল বিস্তার করা হয়। আটক আলীহিম (৫২) উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হক মল্লিকের ছেলে। সে এক সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল।
তিনি বলেন, আলীহিমের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাদের এক পর্যায়ে আলীহিমের শ্বশুর বাড়ির সামনের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে ৪টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, এর নেপথ্যে আর কারা জড়িত আছেন, কে এর মাস্টার মাইন্ড তা খতিয়ে দেখা হচ্ছে অভিযান চলমান আছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ