শর্টসার্কিট কী

যেকোনো বৈদ্যুতিক যন্ত্র বর্তনী বা সার্কিটের মাধ্যমে চলে। বর্তনী হলো পথ। অন্য যেকোনো কিছুর মতো বিদ্যুৎও চলাচলের সহজ পথ খোঁজে। বিদ্যুৎপ্রবাহের জন্য যখন একটা নতুন পথ তৈরি হয়, যেখানে রোধ (বাঁধা) আগের বর্তনীর চেয়ে কম, তখন বিদ্যুৎ সেই পথে চলাচল করে। শর্টকাট পথে বাধাহীন চলাচলের ফলে অত্যন্ত দ্রুতগতিতে অতিরিক্ত ইলেকট্রন প্রবাহিত হয়। ইলেকট্রনের দ্রুতগতির ফলে উৎপন্ন হয় তাপ। সেই তাপ বের হওয়ার জন্য বিস্ফোরিত হয়। তাতেই ধরে আগুন। অভ্যন্তরীণ ত্রুটি, নড়বড়ে সংযোগ বা ত্রুটিযুক্ত অ্যাপ্লায়েন্সের কারণে শর্টসার্কিট হতে পারে।

কীভাবে প্রতিরোধ করবেন

১.

টু–প্রং (সোজা ভাষায় দুটি ছিদ্রযুক্ত) আউটলেটের জায়গায় থ্রি–প্রং আউটলেট (তিনটি ছিদ্রযুক্ত) ব্যবহার করুন। থ্রি–প্রং আউটলেট উচ্চ ভোল্টেজ জল্ট বা ঝাঁকুনি প্রতিরোধে সহায়ক।

২. যেকোনো বিদ্যুৎ–সংযোগে উন্নত মানের কেব্‌ল ও ভালো কোম্পানির সার্টিফায়েড তার ব্যবহার করুন। লাইসেন্সধারী বৈদ্যুতিক মিস্ত্রিকে দিয়ে কাজ করান। যেকোনো বিদ্যুৎ–সংযোগের কাজ করার আগে বিদ্যুতের সংযোগ বন্ধ করুন।

আরও পড়ুনবৈদ্যুতিক পণ্যের যত্ন১৩ সেপ্টেম্বর ২০১১নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত ইলেকট্রিসিটি প্রবাহিত হলে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সার্কিটের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রবীন্দ্রজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’ এর আয়োজন

প্রতিটি বাঙালির জীবনযাপনে কিংবা চিন্তার অবিরাম চর্চায় রবীন্দ্রনাথ থাকেন অপরিসীম অনুপ্রেরণা হয়ে। বাঙালির ভাষা, শিক্ষা, গল্প, গান, কবিতা, চিত্রশিল্পসহ সামগ্রিক সংস্কৃতিকে তিনি তাঁর নানা কর্মের মধ্য দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের। বিশ্বকবির ১৬৫তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে ‘রঙ বাংলাদেশ’ তাদের পোশাকের ডিজাইনে নিয়ে এসেছে কবির স্বাক্ষর, তাঁর মুখাবয়ব ও কবির রচিত গানের বাণীকে ব্যবহার করে নানা রঙের শাড়ি, টি-শার্ট, পাঞ্জাবিসহ ইত্যাদি পণ্য। আগ্রহীরা কবির জন্মদিনের আগেই ঘুরে দেখে আসতে পারেন দেশের প্রশংসিত ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’-এর আউটলেট। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটে পাওয়া যাবে রবীন্দ্রজয়ন্তী আয়োজনের পোশাক। চাইলে ঘরে বসে অনলাইনেও কিনতে পারেন পছন্দের পোশাক। রবীন্দ্রজয়ন্তীকে ঘিরে যে কোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে ‘রঙ বাংলাদেশ’-এর আউটলেটে। v

সম্পর্কিত নিবন্ধ

  • আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
  • রবীন্দ্রজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’ এর আয়োজন