বাঁধের কাজ ৮১ ভাগ সম্পন্ন তিন প্রকল্পে মাটি সংকট
Published: 22nd, February 2025 GMT
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে চলছে ফসল রক্ষা বাঁধের শেষ মুহূর্তের কাজ। এ কারণে অধিকাংশ বাঁধের কাজই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশা সংশ্লিষ্টদের। কয়েকটি বাঁধের কাজ দেরিতে শুরু করায় এবং শেষ মুহূর্তে মাটির সংকটের কারণে শেষ হতে সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা।
জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রত্যক্ষ তদারকির আওতায় এ উপজেলায় ৭৪টি প্রকল্পের মাধ্যমে চলছে বাঁধ সংস্কার ও নির্মাণের কাজ। এর মধ্যে সমস্যা দেখা দিয়েছে বনুয়া হাওরের তিনটি প্রকল্পের কাজে। মাটি সংকটের কারণে প্রকল্পগুলোর কাজ থমকে রয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান করা না হলে নির্ধারিত সময়ের মাঝে প্রকল্প সম্পন্ন হওয়া নিয়ে উদ্বিগ্ন সবাই। এসব প্রকল্পের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে।
পাউবো সূত্রে জানা যায়, শনি, মাটিয়ান, মহালিয়া ও বর্ধিত গুরমা হাওরের প্রায় ৮১ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাঁধের উভয় দিকে ঘাস লাগানো ও ফিনিশিং চলছে। বনুয়া হাওরের ৫৩ নম্বর প্রকল্প সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, প্রকল্পটি নিয়ে তিনি সমস্যায় রয়েছেন। এ পর্যন্ত বাঁধের কাজের ৬০ ভাগ মাটি কিনেছেন নিজের টাকায়। মাটির জোগানেও সংকট রয়েছে। তারপরও চেষ্টা করছেন, যেন কৃষকের ভোগান্তি না হয়।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, বনুয়া হাওরের তিনটি প্রকল্পের উভয় পাশের জলাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু করা যায়নি। জটিলতা দূরীকরণে এলাকাবাসীর পরামর্শে বাঁধ কেটে হাওরের পানি সরানোর পর কাজ শুরু করা হয়েছে। বিষয়টি পাউবোর জেলা কমিটি অবগত আছে। কাজ দেরিতে শুরু করায় শেষ করতে কিছু সময় বেশি লাগবে।
তাহিরপুরের সব হাওরে গড়ে ৮১ ভাগ কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, বনুয়া হাওরের তিনটি প্রকল্পের কাজ ৬০ ভাগ সম্পন্ন হয়েছে। মাটি সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। এ কাজও ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন পিআইসির লোকজন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএলআরআই নিয়োগবিধিতে বৈষম্যের অভিযোগে গবিতে মানববন্ধন
বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের (বিএলআরআই) নিয়োগবিধিতে সমন্বিত বিএসসি ডিগ্রি অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে মানববন্ধন করেছে গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।
আরো পড়ুন:
সুদানে গণহত্যার প্রতিবাদে জাবি ও জবিতে মানববন্ধন
ইবিতে ছাত্রীর পোশাক নিয়ে শিক্ষকের কটূক্তি, শিক্ষার্থীদের প্রতিবাদ
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘অধিকারের নামে কেন এই বৈষম্য?’, ‘কম্বাইন্ড ডিগ্রিধারী ছাত্র-ছাত্রী চাই ন্যায্য সম্মান’, ‘কম্বাইন্ড ডিগ্রি অপরাধ নয়’, ‘ভেটেরিনারি একটাই পরিবার, কম্বাইন্ড ডিগ্রিতে সমান অধিকার’, ‘কম্বাইন্ড ডিগ্রিধারী ছাত্র-ছাত্রী চাই ন্যায্য সম্মান’, ‘ভেটেরিনারি পরিবারে সমান অধিকার’, ‘সমন্বিত শিক্ষা দেশের সম্মান’, ‘আদিম পশু পালনে নয়, বরং সমন্বিত ভেটেরিনারি শিক্ষা দেশের সম্মান’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
শিক্ষার্থীরা জানান, দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি সংশোধন না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এ সময় গবি ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট কম্বাইন্ড ডিগ্রিধারীদের নিয়োগে বৈষম্য করছে। এটি আমাদের প্রতি স্পষ্ট অবিচার। আমরা ইতোমধ্যে প্রাণিসম্পদ ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার ম্যামসহ বিএলআরআই কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু তারা বারবার বিষয়টি উপেক্ষা করছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।”
আরেক শিক্ষার্থী মো. মাহিদুজ্জামান সিয়াম বলেন, “দেশের প্রাণিসম্পদ উন্নয়নের বৃহত্তর স্বার্থে ২০১৬ সালে গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে কম্বাইন্ড ডিগ্রি চালু হয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এই কোর্স চালু করা হয়। আমরা পশু চিকিৎসা ও পশু পালন—উভয় বিষয়ে সমন্বিত জ্ঞান অর্জন করি। অথচ বিএলআরআই আমাদের কোনো গবেষণা বা চাকরির সুযোগ দিচ্ছে না। এটি বৈষম্যমূলক ও স্বৈরাচারী আচরণ।”
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন এবং সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় হস্তক্ষেপ দাবি করেন।
ঢাকা/সানজিদা/মেহেদী