প্রতিবেশী মানেই কলহ, প্রতিবেশী মানেই মায়ার বাঁধন। কখনো মুখ দেখাদেখি বন্ধ, একজন আরেকজনের বাড়ির পাশও মাড়ায় না। কখনো আবার ‘এসো ভাই বুকে এসো...’ বলে বুকে টেনে নেওয়া হয়। সম্পর্কের এই এপিঠ-ওপিঠ মিলেই তো মানবজীবন।

সেই জীবনে পাশের বাড়িতে গোলমালের আওয়াজ পেলে প্রতিবেশীর ভাবনাটা এমনও হয়, ঠিকই আছে! যেমন কর্ম তেমন ফল! তবে আওয়াজটা থালাবাসন ভাঙার হলে ঠিক আছে। শুধু রক্তারক্তি না হলেই চলবে। তখন আবার প্রতিবেশীর জন্য মন কেঁদে ওঠে। অর্থাৎ ভালো যে খুব একটা চাই, সেটাও যেমন নয়, তেমনি বড় ক্ষতিও প্রত্যাশিত নয়। দিল্লি পুলিশও যেমন পাকিস্তানের ক্ষেত্রে চায়নি।

আরও পড়ুনপাকিস্তানের বিপক্ষে কে বেশি ভালো—টেন্ডুলকার নাকি কোহলি১ ঘণ্টা আগে

ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরী সম্পর্কের ব্যাপারটি সবারই জানা। সীমান্তে এমনিতে মুখ দেখাদেখি বন্ধ। কেউ কাউকে কথায়ও ছাড় দেয় না। তবে আনুষ্ঠানিকভাবে অতিথি হলে ভিন্ন কথা। সবাই নিজ নিজ ঘরের (দেশের) মান রাখতে ‘এসো ভাই বুকে এসো.

..’ বলে যেমন কাছে টেনে নেয়, তেমনি দুর্দিনে কুশলী সান্ত্বনার বাণী ছুড়ে মুখ টিপেও হাসে।

এই পিচেই বাংলাদেশ আমাদের চেয়ে ভালো খেলেছে—তারা প্রতিপক্ষকে আটকে রেখেছিল, স্বস্তিতে রান করতে দেয়নি।ইনজামাম উল হক, পাকিস্তানের সাবেক অধিনায়ক

কীভাবে? সেই কথাই বলছি। তার আগে বলুন তো, ক্রিকেটে ভারত-পাকিস্তানের ময়দানি লড়াই শেষে কলহের আওয়াজ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আসে? পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন। ২০২২ সালের অক্টোবর থেকে যদি হিসাব করেন, এ সময়ে পাঁচবারের মুখোমুখিতে প্রতিবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। আর প্রতিটি হারের পরই সীমান্তের ওপাশ থেকে ভেসে আসে কলহ-বিবাদের আওয়াজ। বাড়িতে একাধিক গৃহকর্তা হলে কোনো ভুলের পর যেমন হয়—‘এর ওটা ঠিক নেই, ওটা হয় না, ওকে বের করে দাও...’ এমন সব আওয়াজ আসে। ব্যাপারটা গুরুতর হয়ে উঠলে হাতাহাতিও হতে পারে! প্রতিবেশী হিসেবে পাকিস্তানকে নিয়ে দিল্লি পুলিশের টেনশনটা ঠিক এখানেই। থালাবাসন ভাঙার আওয়াজ আসুক, কিন্তু রক্তারক্তি যেন না হয়! হাজার হোক, প্রতিবেশী বলে কথা!

তা ছাড়া ব্যাপারটা অমূলকও নয়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ইউটিউবে ভিডিওগুলো এখনো ভাসছে এই শিরোনামে—ভারতের কাছে হারের পর টিভি ভাঙলেন পাকিস্তানি সমর্থক। দুশ্চিন্তা তো তাই হয়ই। চ্যাম্পিয়নস ট্রফিতে কাল ভারতের কাছে পাকিস্তানের ৬ উইকেটে হারের পর দিল্লি পুলিশ তাই আর বসে থাকতে পারেনি।

আরও পড়ুনপান্ডিয়ার হাতের ঘড়ির দাম জানেন? মাত্র ৯ কোটি ৬৭ লাখ টাকা২ ঘণ্টা আগে

‘বাড়ির গুরুজন’রা এমনিতে সীমান্তের ওপাশের প্রতিবেশীর সঙ্গে রণক্ষেত্রের বাইরে কথা বলা থেকে মুখ দেখাদেখিতে নিষেধ করলেও দিল্লি পুলিশ যোগাযোগের জন্য খুব কুশলী ভূমিকা নিয়েছে। যেন সাপও মরে লাঠিও না ভাঙে—ঠিক সেভাবেই যেন বার্তাটা পৌঁছে দেওয়া যায়, আর সে জন্য যেন মুখ দেখাদেখিও না হয়। নইলে মুরব্বিরা মারবে! ঠিকই ধরেছেন। এই কাজে অব্যর্থ অস্ত্র হলো সামাজিক যোগাযোগমাধ্যম! প্রতিবেশীর দুশ্চিন্তায় দিল্লি পুলিশের পক্ষ থেকে সেখানে পোস্ট করা হয়, ‘প্রতিবেশী দেশ থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি। আশা করি, সেগুলো যেন শুধু টিভি ভাঙার আওয়াজ হয়।’

এবার ভারতের কাছে একতরফাভাবে হারলেও মনে হয় না টিভি ভাঙাভাঙি হবে। দেশে জিনিসপত্রের যা দাম।বাসিত আলী, পাকিস্তানের সাবেক ক্রিকেটার

দিল্লি কিংবা কলকাতা পুলিশের এই বিশিষ্ট প্রতিবেশী নিয়ে দুশ্চিন্তা নতুন না। খেলাধুলার ময়দানি লড়াইয়ে প্রতিবেশীদের হারের পর তাঁরা এর আগেও এমন দুশ্চিন্তাসূচক বার্তা দিয়েছেন তাঁদের প্রতি। এ বিষয়ে কারও কারও বাংলা সিনেমার কিছু কিংবদন্তি চরিত্রাভিনেত্রীকে মনে পড়তে পারে—রওশন জামিল, সেতারা আহমেদ, মায়া হাজারিকা...। সিনেমার চরিত্রে তাঁদের দেখা যেত, প্রতিবেশীর প্রতি তির্যক রসালো বাক্যবাণে তাঁদের যেমন জুড়ি নেই, তেমনি বড় কোনো ক্ষতিতেও তাঁদের মন কেঁদেছে। অর্থাৎ প্রতিবেশীর ভোগান্তি ভালো লাগে, মৃত্যু নয়। তিলে তিলে মারব, কিন্তু মরবে না, শুধু যাতনা পাবে।

লাহোরে গতকাল টিভিতে ভারত–পাকিস্তান ম্যাচ দেখেন দুজন দর্শক

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ র র পর র আওয় জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঞ্জু টেক্সটাইলে এন্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে কারখানার দুই নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান, গার্ড কবির হোসেন ও সিনিয়র অফিসার সাইফুল ইসলাম।

কারখানার সুপারভাইজার মিজানুর জানান, নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।

আরো পড়ুন:

গাজীপুরে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

মাইক্রোবাসে বিস্ফোরণ, অল্পের জন্য বেঁচে গেলেন ৫ ছাত্রনেতা

তিনি জানান, কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ তিনজনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে ইউনিট সেখানে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত নিবন্ধ