পাকিস্তানে মাদ্রাসায় বিস্ফোরণ, নিহত ৩
Published: 28th, February 2025 GMT
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা হামিদুল হকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। শুক্রবার মাদ্রাসার প্রধান হলে জুমার নামাজের আগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর ডন নিউজের।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রীর তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ এক বিবৃতিতে বলেন, নিহতদের মধ্যে মাওলানা হামিদুল হকও রয়েছেন।
খাইবার পাকতুনখাওয়ার উদ্ধারকারী দলের মুখপাত্র বিলাল ফাইজি জানান, বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
খাইবার পাখতুনখোয়া পুলিশের আইজি জুলফিকার হামিদ বলেন, প্রাথমিক তদন্তে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে হচ্ছে। জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা হামিদুল হককে টার্গেট করে এ হামলা চালানো হতে পারে।
.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ