বিরাট কোহলিকে ৩০০তম ওয়ানডেটা রাঙাতে দিলেন না গ্লেন ফিলিপস। ব্যাকওয়ার্ড পয়েন্টে ডান দিকে পুরো শরীর ভাসিয়ে হাত বাড়িয়ে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে কোহলিকে ফিরিয়েছেন ‘সুপারম্যান’ ফিলিপস। তাতে ২২তম খেলোয়াড় হিসেবে ৩০০তম ওয়ানডে খেলতে নামা কোহলি থামলেন মাত্র ১১ রান করেই।

দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ডের এই ম্যাচটি যারা জিতবে, তারা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হবে। সেমিফাইনালে তারা খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এমন সমীকরণের ম্যাচে কোহলি ব্যাটিংয়ে নামেন তৃতীয় ওভারেই দলকে ১৫ রানে রেখে শুবমান গিলের বিদায়ের পর। দুই বাউন্ডারিতে ১৩ বলে ১১ রান করার পর ১৪তম বলটিতেই অবিশ্বাস্য ওই ক্যাচের শিকার কোহলি।  

৩০০তম ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ কোহলি সান্ত্বনা খুঁজতে পারেন ইতিহাস থেকে। ৩০০তম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে বেশির ভাগই যে ব্যর্থ হয়েছেন। কোহলির আগে এই মাইলফলকে পৌঁছানোদের মধ্যে মাত্র চারজনই ফিফটি পেয়েছেন। এ ছাড়া ৪৯ রানে অপরাজিত ছিলেন একজন। ৩০০তম ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি চারজনকে। অন্য ১২ জনকে ব্যর্থই বলতে হবে।

৩০০তম ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ