৩০০–তে ব্যর্থ কোহলি, বেশির ভাগই তাই; একমাত্র সেঞ্চুরিটা কার
Published: 2nd, March 2025 GMT
বিরাট কোহলিকে ৩০০তম ওয়ানডেটা রাঙাতে দিলেন না গ্লেন ফিলিপস। ব্যাকওয়ার্ড পয়েন্টে ডান দিকে পুরো শরীর ভাসিয়ে হাত বাড়িয়ে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে কোহলিকে ফিরিয়েছেন ‘সুপারম্যান’ ফিলিপস। তাতে ২২তম খেলোয়াড় হিসেবে ৩০০তম ওয়ানডে খেলতে নামা কোহলি থামলেন মাত্র ১১ রান করেই।
দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ডের এই ম্যাচটি যারা জিতবে, তারা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হবে। সেমিফাইনালে তারা খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এমন সমীকরণের ম্যাচে কোহলি ব্যাটিংয়ে নামেন তৃতীয় ওভারেই দলকে ১৫ রানে রেখে শুবমান গিলের বিদায়ের পর। দুই বাউন্ডারিতে ১৩ বলে ১১ রান করার পর ১৪তম বলটিতেই অবিশ্বাস্য ওই ক্যাচের শিকার কোহলি।
৩০০তম ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ কোহলি সান্ত্বনা খুঁজতে পারেন ইতিহাস থেকে। ৩০০তম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে বেশির ভাগই যে ব্যর্থ হয়েছেন। কোহলির আগে এই মাইলফলকে পৌঁছানোদের মধ্যে মাত্র চারজনই ফিফটি পেয়েছেন। এ ছাড়া ৪৯ রানে অপরাজিত ছিলেন একজন। ৩০০তম ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি চারজনকে। অন্য ১২ জনকে ব্যর্থই বলতে হবে।
৩০০তম ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
আরো পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।
বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন।
ঢাকা/কাওছার/রফিক