যশোরে জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রওনক জাহান।

রবিবার (৯ মার্চ) সকালে তিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে, সড়ক পথে ঢাকা থেকে যশোর পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। 

গত ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো.

মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার (রওনক জাহান) নিয়োগের আদেশ দেওয়া হয়।

আরো পড়ুন:

নিখোঁজ যুবকের মরদেহ ৭ দিন পর মিলল পাহাড়ে

ভূঞাপুরে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

রওনক জাহানের আগে কোনো নারী যশোরে পুলিশ সুপার হননি বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। 

রওনক জাহান ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য প্রশংসিত হয়েছেন।

যশোরের ৫১তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরো সুসংহত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তার দক্ষ নেতৃত্বে জেলা পুলিশের কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হবে বলে স্থানীয়রা আশা করছেন। একই সঙ্গে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন।

যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ গত ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দায়িত্ব হস্তান্তর করে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে যোগদান করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। 

ঢাকা/রিটন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর রওনক জ হ ন

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ