রিমার্ক হারল্যান স্টোর থেকে পণ্য কিনে স্কুটি জিতলেন খুলনার ক্রেতা
Published: 13th, March 2025 GMT
‘হারল্যান ঈদের খুশি নতুন স্কুটিতে হবে বেশি’ শীর্ষক ক্যাম্পেইনে মেগা পুরস্কার হিসেবে স্কুটি জিতেছেন খুলনার উম্মে কুলসুম। খুলনা সদরের হারল্যান স্টোর থেকে মোট এক হাজার পাঁছ টাকা দামের নিওর অ্যাকোয়া স্প্ল্যাশ সানস্ক্রিন এসপিএফ ৫০ ও লিলি বেলি পার্লস হালাল বিউটি সোপ কিনে তিনি এ পুরস্কার জেতেন।
সম্প্রতি খুলনা সদরের হারল্যান স্টোরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে স্কুটির চাবি তুলে দেন রিমার্ক হারল্যানের নির্বাহী পরিচালক অভিনেতা মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এ সময় রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়া নিয়ে উম্মে কুলসুম বলেন, ‘স্কুটি জিততে পারা আমার জন্য সত্যি এক দারুণ চমক! হারল্যান স্টোরকে ধন্যবাদ।’
নিওর ও লিলি ব্র্যান্ডের মূল কোম্পানি রিমার্ক-হারল্যানের স্কিনকেয়ার ক্যাটাগরির প্রধান খায়রুল বাশার বলেন, ‘এটা আমাদের জন্য গর্বের যে নিওর ও লিলির পণ্য দেশের ভোক্তাদের আস্থা অর্জন করেছে।
হারল্যান স্টোরের উপব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস এ ক্যাম্পেইন নিয়ে বলেন, অথেনটিক ও লাক্সারি কসমেটিকস ভোক্তাদের জন্য সহজলভ্য করতে হারল্যান স্টোর বদ্ধপরিকর।
সারা দেশে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট ও হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট এবং herlan.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রবীন্দ্রজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’ এর আয়োজন
প্রতিটি বাঙালির জীবনযাপনে কিংবা চিন্তার অবিরাম চর্চায় রবীন্দ্রনাথ থাকেন অপরিসীম অনুপ্রেরণা হয়ে। বাঙালির ভাষা, শিক্ষা, গল্প, গান, কবিতা, চিত্রশিল্পসহ সামগ্রিক সংস্কৃতিকে তিনি তাঁর নানা কর্মের মধ্য দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের। বিশ্বকবির ১৬৫তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে ‘রঙ বাংলাদেশ’ তাদের পোশাকের ডিজাইনে নিয়ে এসেছে কবির স্বাক্ষর, তাঁর মুখাবয়ব ও কবির রচিত গানের বাণীকে ব্যবহার করে নানা রঙের শাড়ি, টি-শার্ট, পাঞ্জাবিসহ ইত্যাদি পণ্য। আগ্রহীরা কবির জন্মদিনের আগেই ঘুরে দেখে আসতে পারেন দেশের প্রশংসিত ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’-এর আউটলেট। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটে পাওয়া যাবে রবীন্দ্রজয়ন্তী আয়োজনের পোশাক। চাইলে ঘরে বসে অনলাইনেও কিনতে পারেন পছন্দের পোশাক। রবীন্দ্রজয়ন্তীকে ঘিরে যে কোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে ‘রঙ বাংলাদেশ’-এর আউটলেটে। v