২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ
Published: 15th, March 2025 GMT
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষ (২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী) পরীক্ষার্থীদের পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়েছে। গত ১৩ মার্চে এ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। আগামী ২৪ এপ্রিল শুরু হবে পরীক্ষা। ওই দিন বাংলা (২৩১০০১), ইংরেজি (২৩১১০১), আরবী (২৩১২০১), সংস্কৃত (২৩১৩০১), ইতিহাস (২৩১৫০১), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (২৩১৬০১), দর্শন (২৩১৭০১), ইসলামী শিক্ষা (২৩১৮০১), গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (২৩৩৮০১), রাষ্ট্রবিজ্ঞান (২৩১৯০১), সমাজবিজ্ঞান (২৩২০০১), সমাজকর্ম (২৩২১০১), অর্থনীতি (২৩২২০১), নৃ-বিজ্ঞান (২৩৪০০১), মার্কেটিং (২৩২৩০১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (২৩২৪০১), হিসাববিজ্ঞান(২৩২৫০১), ব্যবস্থাপনা (২৩২৬০১), পদার্থবিদ্যা (২৩২৭০১), রসায়ন (২৩২৮০১), প্রাণ-রসায়ন ও আণবিক জীববিজ্ঞান(২৩২৯০১), উদ্ভিদবিজ্ঞান (২৩৩০০১), প্রাণিবিজ্ঞান (২৩৩১০১), ভূগোল ও পরিবেশ (২৩৩২০১), মৃত্তিকাবিজ্ঞান (২৩৩৩০১), মনোবিজ্ঞান (২৩৩৪০১), গার্হস্থ্য অর্থনীতি(২৩৩৫০১), পরিসংখ্যান (২৩৩৬০১), গণিত (২৩৩৭০১), পরিবেশ বিজ্ঞান (২৩৪৪০১) ও সঙ্গীত ( ২৩৪৫০১)। পরীক্ষা শেষ হবে ২৬ মে। ওই দিন সঙ্গীত (২৩৪৫২৫) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণ, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থান, করুন আবেদন১৪ মার্চ ২০২৫এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। এ পরীক্ষার কোড-২২০৩। পরীক্ষা প্রতিদিন বেলা ১ টা থেকে শুরু হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা চলবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময় জানানো হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের স্ব স্ব কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে।
*রুটিন দেখুন এখানে
আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়১৩ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র
এছাড়াও পড়ুন:
২০২৬ এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট
যথারীতি ২০২৬ সালের এশিয়ান গেমসেও জায়গা করে নিয়েছে ক্রিকেট ইভেন্ট। জাপানের আয়চি-নাগোয়া অঞ্চলে ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই গেমসে ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। আয়চি প্রিফেকচারে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি।
সোমবার (২৮ এপ্রিল) নাগোয়া সিটি হলের ৪১তম (আইনগক) বোর্ড সভায় ক্রিকেট ও মিক্সড মার্শাল আর্টসকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ওসিএ।
এশিয়ান গেমসে এ নিয়ে চতুর্থবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত হলো। এর আগে ২০১০ সালে চীনের গুয়াংজু ও ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট ইভেন্ট। যদিও সেগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তবে ২০২৩ সালে চীনের হাংজুতে ক্রিকেট ফেরার পর সেই আসরের ম্যাচগুলোকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
আরো পড়ুন:
সাকিবের আগে মিরাজের অসাধারণ ডাবল
মিরাজের জোড়া আঘাতে ব্যাকফুটে জিম্বাবুয়ে
২০২৩ সালের আসরে পুরুষ বিভাগে সোনা জেতে ভারত, রৌপ্য আফগানিস্তান ও ব্রোঞ্জ পায় বাংলাদেশ। নারী বিভাগেও ভারত ও বাংলাদেশ যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ জেতে। আর রৌপ্য পায় শ্রীলঙ্কা। এছাড়াও দুই বিভাগে অংশ নেয় পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, মঙ্গোলিয়া, হংকং, জাপান, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।
অন্যদিকে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও পুরুষ ও নারী উভয় বিভাগের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে ছয়টি দল অংশ নেবে। তবে এখনো সেই প্রতিযোগিতার জন্য বাছাই প্রক্রিয়া কেমন হবে তা স্পষ্ট করা হয়নি।
ঢাকা/আমিনুল