অ্যামাজনের ক্লাউড সার্ভিস ইউনিটে (এডব্লিউএস) সোমবার (২০ অক্টোবর) বিভ্রাট দেখা দিয়েছে।

সোমবার রয়টার্সের খবরে বলা হয়, এডব্লিউএস বিভ্রাটের ফলে বিশ্বজুড়ে অনেক কোম্পানির সংযোগ সমস্যা দেখা দেয়। ফোর্টনাইট ও স্ন্যাপচ্যাটসহ বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট এবং অ্যাপের পরিষেবা ব্যাহত হচ্ছে।

আরো পড়ুন:

নোবিপ্রবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

শাবিপ্রবিতে ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ছাত্রদল

এডব্লিউএস এক আপডেটে বলেছে, “আমরা ইউএস-ইস্ট-১ অঞ্চলে একাধিক এডব্লিউএস পরিষেবায় ত্রুটির হার এবং বিলম্ব বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করছি।”

এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেস এবং ট্রেডিং অ্যাপ রবিনহুড এই বিভ্রাটের জন্য এডব্লিউএসকে দায়ী করেছে।

এডব্লিউএস বিভিন্ন কোম্পানি, সরকার এবং ব্যক্তিদের চাহিদা অনুযায়ী কম্পিউটিং পাওয়ার, ডেটা স্টোরেজ এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা দেয়।

এর সার্ভারে বিঘ্ন ঘটলে ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভরশীল ওয়েবসাইট এবং প্ল্যাটফর্মগুলোতে বিভ্রাট দেখা দিতে পারে।

এডব্লিউএস গুগল এবং মাইক্রোসফটের ক্লাউড পরিষেবার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করে। তবে বিভ্রাটের বিষয়ে এডব্লিউএস এবং অ্যামাজন মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

ডাউনডিটেক্টরের মতে, অ্যামাজনের শপিং ওয়েবসাইট, প্রাইমভিডিও এবং অ্যালেক্সা, সবই সমস্যার সম্মুখীন হচ্ছে। এই তালিকায় আরো আছে স্ন্যাপচ্যাট জুম, রোব্লক্স, ক্ল্যাশ রয়্যাল, লাইফ৩৬০, ক্ল্যাশ অফ ক্ল্যানস, ফর্টনাইট, ক্যানভা, ওয়ার্ডল, সিগন্যাল, কয়েনবেস, ডুওলিঙ্গো, স্ল্যাক এবং স্মার্টশিটসহ বিভিন্ন অ্যাপ।

সূত্র: রয়টার্স, বিবিসি

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ষ ব

এছাড়াও পড়ুন:

তারেক রহমান ভোটার কিনা এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এ প্রশ্ন অবান্তর। যেহেত তিনি (তারেক রহমান) ভোট করতে চেয়েছেন, তাহলে ধরে নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘জুলাই গণহত্যার বিচার চলমান। দ্রুত যেন ট্রায়াল শেষ হয়, আমরা সে লক্ষ্যে যা যা করণীয়, তার সবই করেছি। বিচার বিঘ্নিত করা বা বিলম্বিত করার  কোনো সুযোগ নেই।’’

শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান টুলু। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ঢাকা/শাহরিয়ার//

সম্পর্কিত নিবন্ধ