বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে বিভ্রাট
Published: 20th, October 2025 GMT
অ্যামাজনের ক্লাউড সার্ভিস ইউনিটে (এডব্লিউএস) সোমবার (২০ অক্টোবর) বিভ্রাট দেখা দিয়েছে।
সোমবার রয়টার্সের খবরে বলা হয়, এডব্লিউএস বিভ্রাটের ফলে বিশ্বজুড়ে অনেক কোম্পানির সংযোগ সমস্যা দেখা দেয়। ফোর্টনাইট ও স্ন্যাপচ্যাটসহ বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট এবং অ্যাপের পরিষেবা ব্যাহত হচ্ছে।
আরো পড়ুন:
নোবিপ্রবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
শাবিপ্রবিতে ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ছাত্রদল
এডব্লিউএস এক আপডেটে বলেছে, “আমরা ইউএস-ইস্ট-১ অঞ্চলে একাধিক এডব্লিউএস পরিষেবায় ত্রুটির হার এবং বিলম্ব বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করছি।”
এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেস এবং ট্রেডিং অ্যাপ রবিনহুড এই বিভ্রাটের জন্য এডব্লিউএসকে দায়ী করেছে।
এডব্লিউএস বিভিন্ন কোম্পানি, সরকার এবং ব্যক্তিদের চাহিদা অনুযায়ী কম্পিউটিং পাওয়ার, ডেটা স্টোরেজ এবং অন্যান্য ডিজিটাল পরিষেবা দেয়।
এর সার্ভারে বিঘ্ন ঘটলে ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভরশীল ওয়েবসাইট এবং প্ল্যাটফর্মগুলোতে বিভ্রাট দেখা দিতে পারে।
এডব্লিউএস গুগল এবং মাইক্রোসফটের ক্লাউড পরিষেবার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করে। তবে বিভ্রাটের বিষয়ে এডব্লিউএস এবং অ্যামাজন মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
ডাউনডিটেক্টরের মতে, অ্যামাজনের শপিং ওয়েবসাইট, প্রাইমভিডিও এবং অ্যালেক্সা, সবই সমস্যার সম্মুখীন হচ্ছে। এই তালিকায় আরো আছে স্ন্যাপচ্যাট জুম, রোব্লক্স, ক্ল্যাশ রয়্যাল, লাইফ৩৬০, ক্ল্যাশ অফ ক্ল্যানস, ফর্টনাইট, ক্যানভা, ওয়ার্ডল, সিগন্যাল, কয়েনবেস, ডুওলিঙ্গো, স্ল্যাক এবং স্মার্টশিটসহ বিভিন্ন অ্যাপ।
সূত্র: রয়টার্স, বিবিসি
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ: র্যাবের হাতে আরেক আসামি গ্রেপ্তার
ঢাকার সাভারে টিউশনি থেকে বাসায় ফেরার পথে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে (২৫) ধর্ষণের অভিযোগে বিপ্লব রোজারিওকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৪। তিনি ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি।
সোমবার (২০ অক্টোবর) বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে (মিডিয়া) দেওয়া এক ক্ষুদে বার্তায় নিশ্চিত করা হয়েছে।
আরো পড়ুন:
গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, “আমরা ৩টা ১৫ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।”
এ নিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিই গ্রেপ্তার হলো।
এর আগে, রবিবার (১৯ অক্টোবর) রাতে এই মামলার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে (৩৭) গাজিপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলায় সোহেল রোজারিও বিরুদ্ধে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ এবং বাকীদের বিরুদ্ধে ধর্ষণে সহযোগীতার অভিযোগ আনা হয়েছে।
ঢাকা/আরিফুল/মেহেদী