বিমানবন্দরে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়েছে
Published: 20th, October 2025 GMT
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে। এমন তথ্য দিয়ে বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব মো. জাকির হোসেন বলেন, বাংলাদেশে ৩০৭টি ওষুধ কোম্পানি আছে। এর মধ্যে ২৫০ কোম্পানি সচল আছে। আজকে বেলা ১১টা পর্যন্ত শীর্ষস্থানীয় ৩২ কোম্পানি জানিয়েছে, তাদের ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল পুড়ে গেছে। বাকি কোম্পানিগুলো হিসাব দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ: র্যাবের হাতে আরেক আসামি গ্রেপ্তার
ঢাকার সাভারে টিউশনি থেকে বাসায় ফেরার পথে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে (২৫) ধর্ষণের অভিযোগে বিপ্লব রোজারিওকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৪। তিনি ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি।
সোমবার (২০ অক্টোবর) বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে (মিডিয়া) দেওয়া এক ক্ষুদে বার্তায় নিশ্চিত করা হয়েছে।
আরো পড়ুন:
গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, “আমরা ৩টা ১৫ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।”
এ নিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিই গ্রেপ্তার হলো।
এর আগে, রবিবার (১৯ অক্টোবর) রাতে এই মামলার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে (৩৭) গাজিপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলায় সোহেল রোজারিও বিরুদ্ধে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ এবং বাকীদের বিরুদ্ধে ধর্ষণে সহযোগীতার অভিযোগ আনা হয়েছে।
ঢাকা/আরিফুল/মেহেদী