১০ টাকা কিনতে হচ্ছে সাড়ে ১৪ টাকায়
Published: 17th, March 2025 GMT
ঈদে নতুন পোশাকের পাশাপাশি নতুন নোট সংগ্রহ করে থাকেন অনেকে। শিশুদের ঈদ আনন্দের বড় অংশজুড়ে থাকে নতুন টাকা। তবে এবারের ঈদে নতুন নোট বাজারে আসছে না। এর প্রভাব পড়েছে নতুন নোট বিক্রির দোকানগুলোতে। এসব দোকান থেকে ক্রেতাদের ৫, ১০, ২০ টাকাসহ সব ধরনের নতুন নোট কিনতে হচ্ছে আগের চেয়ে বাড়তি টাকায়। প্রতি বান্ডিলের দাম গত ঈদের মৌসুমের চেয়ে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।
চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় বিভিন্ন অস্থায়ী দোকানে নতুন নোট বিক্রি হয়। সেখানে ঈদের আগে থেকে নতুন নোট বিক্রির জন্য সাজিয়ে রাখেন বিক্রেতারা। প্রতিবারই এসব দোকানে সবচেয়ে বেশি চাহিদা থাকে ১০ ও ২০ টাকার নোটের।
গতকাল রোববার সরেজমিনে বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে ১০ টাকার নতুন নোট নেই। যেসব দোকানে রয়েছে, সেখানে বিক্রেতারা ১০ টাকার এক বান্ডিল নতুন নোটের জন্য ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা চাচ্ছেন। ১ বান্ডিলে ১০০টি ১০ টাকার নোট থাকে এবং এর মূল্যমান ১ হাজার টাকা। অর্থাৎ একটি ১০ টাকার নতুন নোটের দাম পড়ছে সাড়ে ১৪ টাকা। অন্যদিকে ২০ টাকার ১০০টি নতুন নোটের বান্ডিলের জন্য চাওয়া হচ্ছে ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৪০০ টাকা।
এবারের ঈদে নতুন নোট বাজারে আসবে না—এমন খবরে দোকানগুলোতে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন। তাঁরা মূলত ছেঁড়া ও পুরোনো টাকার ব্যবসা করেন। এ ছাড়া রমজানের আগে নতুন নোট সংগ্রহ করে বিক্রি করেন। বিক্রেতারা জানান, এ বছর নতুন নোটের জন্য বান্ডিলপ্রতি ক্রেতাদের ৪০০ থেকে ৪৫০ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে। গত বছর রমজানের সময় ২০০ থেকে ২৫০ টাকা বাড়তি দিয়েই মিলেছে নতুন নোটের বান্ডিল।
ঈদ সামনে রেখে বাংলাদেশ ব্যাংক প্রতিবছরই নতুন নোট বাজারে ছাড়ে। তবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১০ মার্চ জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় বাধে আপত্তি।
নগরের নিউমার্কেট এলাকায় অন্তত ১০ থেকে ১৫ জন অস্থায়ী দোকানি নতুন টাকা বিক্রি করেন। সরেজমিনে ঘুরে দোকানগুলোতে তেমন ক্রেতা দেখা যায়নি। ব্যবসায়ীরা জানান, ২০ রোজার পর থেকে ক্রেতাদের মধ্যে নতুন টাকার চাহিদা বাড়বে।
১৯৮৬ সাল থেকে বিপণিবিতানের নিচে নতুন টাকা বিক্রি করে আসছেন কামাল হাওলাদার। স্ত্রী ও দুই ছেলে নিয়ে সংসার তাঁর। স্থায়ী নিবাস পটুয়াখালীতে। জীবিকার তাগিদে ১৯৮৬ সালে চট্টগ্রামে এসে পরিচিতদের মাধ্যমে যুক্ত হন এ পেশায়। বর্তমানে নিউমার্কেট এলাকার নতুন নোট বিক্রেতাদের মধ্যে তিনিই সবচেয়ে প্রবীণ। তবে চট্টগ্রামে নতুন টাকা বিক্রির প্রচলন আরও আগে হয়েছে বলে জানান তিনি।
কামাল হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আগের বছরের তুলনায় এ বছর ক্রেতা কম। বাংলাদেশ ব্যাংক টাকা দিচ্ছে না, তাই দাম বেশি। আমি ১০ টাকার বান্ডিল এবার পাইনি। দামও বেশি তাই আর সংগ্রহ করিনি। ৫০ টাকার বান্ডিল আছে বেশি। পাশাপাশি ১০০ ও ২০০ টাকার বান্ডিলও আছে।’
নতুন নোট বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় এক বিক্রেতা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নত ন ন ট ব ক র র নত ন ন ট নত ন ন ট র নত ন ট ক ১০ ট ক র র জন য
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব