৪ ঘণ্টা পর ভৈরব ছাড়ল কিশোরগঞ্জ এক্সপ্রেস
Published: 17th, March 2025 GMT
দীর্ঘ চার ঘণ্টা আটকে থাকার পর ইঞ্জিন সমস্যার সমাধান হলে ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি। বিকল ইঞ্জিন মেরামতের পর বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।
এর আগে দুপুর ১২টা ৫৫ মিনিটে ভৈরব থেকে ছেড়ে যাওয়ার পর কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ বিকল হয়ে পড়ে ট্রেনটি। ফলে ভোগান্তিতে পড়েন কয়েক শতাধিক যাত্রী।
জানা যায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে সঠিক সময়ে ভৈরব স্টেশনে পৌঁছায়। স্টেশন থেকে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশে ১২টা ৫০ মিনিটে ছেড়ে যায় ট্রেনটি। কিছুদূর যেতেই পৌর শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে নাসিরাবাদ থেকে একটি ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে রাখা হয়।
পরে ইঞ্জিন মেরামতের পর বিকেল ৫টার দিকে ট্রেনটি যাত্রীদের নিয়ে ভৈরব স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ফলে ৩ ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে বিজয় এক্সপ্রেস, নাসিরাবাদ ও এগারো সিন্দুর, গোধূলি ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।
এ বিষয়ে যাত্রীদের অভিযোগ, ট্রেন বিকল হলে যাত্রীদের নির্দেশনা দেওয়ার কথা। কিন্তু ৪ ঘণ্টা অতিবাহিত হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয়নি।
এ বিষয়ে ভৈরব স্টেশন মাস্টার আবু ইউসুফ বলেন, ট্রেনের হাওয়া জটিলতায় ইঞ্জিন চালু হলেও বগি নিয়ে ট্রেনটি ছুটতে পারছিলো না। সাড়ে তিনটায় কুলিয়ারচর থেকে নাসিরাবাদ ট্রেনের ইঞ্জিন এনে সেটির সহযোগিতায় পুনরায় ট্রেনটি ভৈরব এনে মেরামত করা হয়। পাঁচটার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ল য গ য গ বন ধ
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ