৪ ঘণ্টা পর ভৈরব ছাড়ল কিশোরগঞ্জ এক্সপ্রেস
Published: 17th, March 2025 GMT
দীর্ঘ চার ঘণ্টা আটকে থাকার পর ইঞ্জিন সমস্যার সমাধান হলে ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি। বিকল ইঞ্জিন মেরামতের পর বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।
এর আগে দুপুর ১২টা ৫৫ মিনিটে ভৈরব থেকে ছেড়ে যাওয়ার পর কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ বিকল হয়ে পড়ে ট্রেনটি। ফলে ভোগান্তিতে পড়েন কয়েক শতাধিক যাত্রী।
জানা যায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে সঠিক সময়ে ভৈরব স্টেশনে পৌঁছায়। স্টেশন থেকে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশে ১২টা ৫০ মিনিটে ছেড়ে যায় ট্রেনটি। কিছুদূর যেতেই পৌর শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে নাসিরাবাদ থেকে একটি ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে রাখা হয়।
পরে ইঞ্জিন মেরামতের পর বিকেল ৫টার দিকে ট্রেনটি যাত্রীদের নিয়ে ভৈরব স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ফলে ৩ ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে বিজয় এক্সপ্রেস, নাসিরাবাদ ও এগারো সিন্দুর, গোধূলি ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।
এ বিষয়ে যাত্রীদের অভিযোগ, ট্রেন বিকল হলে যাত্রীদের নির্দেশনা দেওয়ার কথা। কিন্তু ৪ ঘণ্টা অতিবাহিত হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয়নি।
এ বিষয়ে ভৈরব স্টেশন মাস্টার আবু ইউসুফ বলেন, ট্রেনের হাওয়া জটিলতায় ইঞ্জিন চালু হলেও বগি নিয়ে ট্রেনটি ছুটতে পারছিলো না। সাড়ে তিনটায় কুলিয়ারচর থেকে নাসিরাবাদ ট্রেনের ইঞ্জিন এনে সেটির সহযোগিতায় পুনরায় ট্রেনটি ভৈরব এনে মেরামত করা হয়। পাঁচটার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ল য গ য গ বন ধ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন