চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় তারা রাজ রকি (৩২) নামে এক স্বর্ণ কারবারি আটক করে।

সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জনানো হয়। 

আটক রকি একই উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে। 

আরো পড়ুন:

বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নাগরিকের মরদেহ ফেরত

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে রকিকে আটক করে। পরে তাকে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করা হলে তার শরীরে বিশেষভাবে লুকানো স্থান থেকে  টেপ দিয়ে মোড়ানো দুইটি পোটলা উদ্ধার হয়। পরে পোটলা দুইটির ভেতর থেকে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। 

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত স্বর্ণের বার আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।” 

ঢাকা/মামুন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক স বর ণ র ব র

এছাড়াও পড়ুন:

২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস

দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ