পাকিস্তানের তিন ভেন্যুতে বাংলাদেশের ছয় ম্যাচ
Published: 18th, March 2025 GMT
আঁটসাঁট সূচির কারণে বাংলাদেশ-পাকিস্তানের পূর্ব নির্ধারিত সূচির ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়নি। তবে এ বছর সেটি অনুষ্ঠিত হবে। আগামী মে মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ মঙ্গলবার (১৮ মার্চ) এই সিরিজ সংক্রান্ত প্রতিবেদন পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই লিগ শেষেই অনুষ্ঠিত হবে সিরিজ দুটি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালিন পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সে সময় এফটিপি’র এই সিরিজের দিনক্ষণ ঠিক করে দুই দেশের বোর্ড।
তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো পাকিস্তানের ফয়সালাবাদ, মুলতান ও লাহোরে অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন:
নির্ধারিত সূচির বাইরে বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান
বাংলাদেশের আফগানিস্তানের দিকে তাকানো উচিত: নাসের হুসেইন
গত বছর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। দুই ম্যাচের সেই সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা। এবার আবারও পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলই প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। গ্রুপপর্ব থেকেই ছিটকে যেতে হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে। কারণ, কোনো দলই জয়ের দেখা পায়নি। তাদের মুখোমুখি একমাত্র ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, ফলে উভয় দলকে ভাগ করে নিতে হয় এক পয়েন্ট করে। এবার সাদা বলের সিরিজে পুরনো হতাশা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে মাঠে নামতে চায় দুই দল।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
টানা খেলার ধকল কাটাতে জাতীয় দল এখন বিশ্রামে। ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে দুই দল মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটারের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের মধ্যেও হতাশা কাজ করছে।
১০ জুন প্রধান কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে চট্টগ্রামে ক্যাম্প শুরু করে এইচপি। চট্টগ্রাম থেকে একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭ দিনে সব মিলিয়ে মাত্র ১১ থেকে ১২ দিন মূল মাঠে অনুশীলন করা গেছে। অন্য সময় ভাগে ভাগে স্কিল অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে ইনডোরে। তবে ইনডোরে টার্ফ বসানোর কাজ চলায় সেখানেও বিরতি দিতে হয়েছে।
আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫হাই পারফরম্যান্স দলের ম্যানেজার জুনায়েদ চৌধুরীর দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেছেন, তাঁরা ২৪-২৫ দিন মূল মাঠে অনুশীলন করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এইচপির একাধিক ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁরা বেশির ভাগ দিনই অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করতে এটি তাঁদের জন্য বড় সুযোগ। কিন্তু টানা বৃষ্টিতে অুশীলন করতে না পারায় তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।
প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামে এইচপি দলকে ঠিকমতো অনুশীলন করতে দেয়নি