দীর্ঘদিন ধরেই নিজের ছায়া হয়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত। রান পাচ্ছিলেন না ঠিকঠাক মতো। ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর পাঁচ ম্যাচেও ছিলেন নিষ্প্রভ। ২০, ০, ৩৭ ও ১২ করেছিলেন চার ইনিংসে। এক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তার রানে ফেরা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছিল।

সব উৎকণ্ঠা দূর করে বিকেএসপিতে আজ সেঞ্চুরির ফুল ফোটালেন আবাহনী লিমিটেডের অধিনায়ক। তার সেঞ্চুরিতে তারকাবহুল দল লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে আবাহনী লিমিটেড।

আরো পড়ুন:

১০৭ রান দিয়ে বাংলাদেশের মাটিতে সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড তাসকিনের

সেঞ্চুরিতে দলকে জেতালেন সাদমান

আগে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে ২৯২ রান করে। জবাব দিতে নেমে আবাহনী লিমিটেড ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। আবাহনীর জয়ের নায়ক শান্ত ১০৮ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০১ রান করেন। তিনে নেমে দৃষ্টিনন্দন ইনিংস উপহার দিয়ে দলকে জেতান তিনি।

এছাড়া ওপেনিংয়ে জিসান আলম ৪৩, মোহাম্মদ মিঠুন ৩৪ এবং মুমিনুল হক ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ দিকে ২৫ বলে ২টি করে চার ও ছক্কায় আবাহনীর জয়ের কাজটা আরো সহজ করে দেন মাহফুজুর রাব্বী।

এই জয়ে আবাহনী ৬ ম্যাচে ৫ জয় নিয়ে এখন টেবিল টপার। সমান ম্যাচে সমান জয় গাজী গ্রুপ ক্রিকেটার্সেরও। রান রেটে এগিয়ে গাজী গ্রুপকে পেছনে ফেলেছে আবাহনী।

লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটিং খারাপ হয়নি। তবে আরো বড় পুঁজি পাওয়ার সুযোগ ছিল। ইনিংসের মধ্যভাগে ধারাবাহিকভাবে একাধিক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। দলের হয়ে সাইফ হাসান সর্বোচ্চ ৬৭ রান করেন। তার সঙ্গী ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে ২৪ রান।

এছাড়া ফিফটি পেয়েছেন মাহমুদুল হাসান জয়। ভালো করতে পারেননি সৌম্য ও আফিফ। তারা ধারাবাহিকভাবে করেন ২৭ ও ২৬ রান। জাকের আলী ও শেখ মাহেদী শেষ দিকে দ্রুত রান করে দলের রান তিনশর কাছাকাছি নিয়ে যান। জাকের ৩৫ বলে ৩৫ রান করেন ৩ চার ও ১ ছক্কায়। মাহেদী ১৯ বলে ৪ বাউন্ডারিতে করেন ২৮ রান।

আবাহনীর হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও মোসাদ্দেক। নাহিদ ২ উইকেট পেলেও ১০ ওভারে ৭১ রান খরচ করেন। এছাড়া ১টি করে উইকেট নেন এসএম মেহরব ও রাকিবুল হাসান।

রূপগঞ্জের এটি ছয় ম্যাচে তৃতীয় হার। পয়েন্ট টেবিলে পাঁচে তাদের অবস্থান।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র পগঞ জ র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ