গণ–অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের চেষ্টা করছে সরকার: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ
Published: 25th, March 2025 GMT
জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে অন্তর্বর্তী সরকার ‘আপ্রাণ চেষ্টা করছে’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময় ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আবদুল হাফিজ এ কথা বলেন। জাগ্রত নাগরিক সমাজ নামের একটি অরাজনৈতিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আহত রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ড পরিদর্শন করে তাঁদের হাতে ঈদের উপহার তুলে দেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।
আহতদের উদ্দেশে আবদুল হাফিজ বলেন, ‘আপনাদের এই ত্যাগ অবিস্মরণীয়, অতুলনীয়। আপনাদের মতো আমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন, সংগ্রাম করতে পারিনি। বুক পেতে দিতে পারিনি। এ জন্য আপনাদের প্রতি আমার ঈর্ষা হয়।’
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্বাস্থ্যবিষয়ক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দীন বলেন, ‘তোমাদের এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রজন্ম থেকে প্রজন্ম যেন এই বীরত্বগাথা জানতে পারে, সেই ব্যবস্থা আমরা করব।’
অনুষ্ঠানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৪০ জন এবং পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ১৩০ জনের হাতে উপহার তুলে দেওয়া হয়। উপহারের প্যাকেটে ছিল ১ কেজি পোলাওর চাল, ১ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, কিশমিশ, গরম মসলা, গুঁড়া দুধ ও নুডলস।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ। ঢাকা, ২৫ মার্চ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ ল হ ফ জ ব শ ষ সহক র আহতদ র উপহ র
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব