জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে অন্তর্বর্তী সরকার ‘আপ্রাণ চেষ্টা করছে’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময় ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আবদুল হাফিজ এ কথা বলেন। জাগ্রত নাগরিক সমাজ নামের একটি অরাজনৈতিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আহত রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ড পরিদর্শন করে তাঁদের হাতে ঈদের উপহার তুলে দেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।

আহতদের উদ্দেশে আবদুল হাফিজ বলেন, ‘আপনাদের এই ত্যাগ অবিস্মরণীয়, অতুলনীয়। আপনাদের মতো আমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন, সংগ্রাম করতে পারিনি। বুক পেতে দিতে পারিনি। এ জন্য আপনাদের প্রতি আমার ঈর্ষা হয়।’

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্বাস্থ্যবিষয়ক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দীন বলেন, ‘তোমাদের এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রজন্ম থেকে প্রজন্ম যেন এই বীরত্বগাথা জানতে পারে, সেই ব্যবস্থা আমরা করব।’

অনুষ্ঠানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৪০ জন এবং পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ১৩০ জনের হাতে উপহার তুলে দেওয়া হয়। উপহারের প্যাকেটে ছিল ১ কেজি পোলাওর চাল, ১ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, কিশমিশ, গরম মসলা, গুঁড়া দুধ ও নুডলস।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ। ঢাকা, ২৫ মার্চ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ ল হ ফ জ ব শ ষ সহক র আহতদ র উপহ র

এছাড়াও পড়ুন:

সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পাথরবাহী ট্রাক্টরচাপায় জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন:

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে পাঁচজন পর্যটক নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টর অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বলেন, ‘‘ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পাথরবাহী ট্রাক্টরচাপায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/নূর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্বহাল
  • সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫
  • ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুর্ঘটনা, আহত ২৭ নারী পুলিশ সদস্য