জুলাই গণ–অভ্যুত্থানে আহত হয়ে আট মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা মো. ইমরানের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন ইমরান। তারেক রহমান আজ মঙ্গলবার রাত ৮টায় তাঁর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি ইমরানের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন এবং সেদিনের ঘটনার বিস্তারিত শোনেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইমরানকে মুঠোফোনে কথা বলার সুযোগ করে দেন।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। তারেক রহমান আহত ইমরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘ইমরানের সকল অপারেশন শেষ হতে দুই বছর লাগবে। তত দিনই বিএনপি পরিবার তার পাশে থাকবে।’ ইমরানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসাধারণ সম্পাদক রাহাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেন প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত র ক রহম ন ছ ত রদল র ইমর ন র

এছাড়াও পড়ুন:

অসুস্থ যুবদলনেতা রুহুল আমিনের খোঁজখবর নিলেন সজল-সাহেদ

অসুস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শহরের চাষাড়া বালুর মাঠ সংলগ্ন হেলথ রিসোর্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রুহুল আমিন শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ছুটে যান নেন তাঁরা । এবং তার সুস্থতার জন্য দোয়া করেন তাঁরা। 

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরমান হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • অসুস্থ যুবদলনেতা রুহুল আমিনের খোঁজখবর নিলেন সজল-সাহেদ