দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় লিওনেল স্কালোনির দলের। বুয়েনস এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় ভোর ৬টায় ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এল আলতোয় উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিক বলিভিয়া। এতে শীর্ষ ছয় দলের একটি হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। ২০২৬ সালে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। এর বাছাইয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা।

উরুগুয়ের সঙ্গে ড্রয়ের পর ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাতে বলিভিয়া। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট। বলিভিয়া বাছাইপর্বে আর চারটি ম্যাচ খেলবে। এই চার ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১৪ পয়েন্টের ব্যবধান কমানো বলিভিয়ার পক্ষে অসম্ভব। উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া জিততে পারলে তখন ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই চলত আর্জেন্টিনার।

১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট পাওয়া উরুগুয়ে চারে। প্যারাগুয়ে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পাঁচে। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে কলম্বিয়া।

বলিভিয়া-উরুগুয়ে ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার পোস্টে লেখা হয়, ‘২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা।’ দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের এক্স হ্যান্ডলে করা পোস্টে লেখা হয়, ‘অভিনন্দন আর্জেন্টিনা! ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রথম কোচ হিসেবে আর্জেন্টিনাকে দুটি বিশ্বকাপে খেলানোর যোগ্যতা অর্জন করালেন স্কালোনি। তাঁর হাত ধরে ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে চ্যাম্পিয়নও হয় আর্জেন্টিনা। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ জাপান, নিউজিল্যান্ড, ইরান ও আর্জেন্টিনা এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন র ১৩ ম য চ বল ভ য়

এছাড়াও পড়ুন:

মাতারবাড়ি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ অনুমোদন  

বাস্তবায়নাধীন মাতারবাড়ি ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের  বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ৮.৪৪৭৫ টাকা। এ কেন্দ্র থেকে ৩০ বছর মেয়াদে বিদ্যুৎ কিনতে মোট ব্যয় হবে ২ লাখ ১৭ হাজার ৪ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানিয়েছে, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩১ হাজার ৫৮৬ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার টাকা।

মাতারবাড়ি ৬০০¬X২ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্র ইতোমধ্যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। এ কেন্দ্র থেকে উৎপাদিত সম্পূর্ণ বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)। বাবিউবোর বোর্ড সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ কেনার জন্য সিপিজিসিবিএল ও বাবিউবোর মধ্যে ৩০ বছর মেয়াদে স্বাক্ষরিতব্য পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ট্যারিফ স্ট্রাকচার ও লেভেলাইজড ট্যারিফ কিলোওয়াট ঘণ্টা ৮.৪৪৭৫ টাকায় কেনার চুক্তি সম্পাদনের প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ কেনা হলে প্রতি বছর প্রায় ৭ হাজার ২৩৩ কোটি ৪৮ লাখ টাকা হিসাবে ৩০ বছর মেয়াদে সিপিজিসিবিএল-কে আনুমানিক ২ লাখ ১৭ হাজার ৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

বর্তমান ট্যারিফ কিলোওয়াট ঘণ্টা ৮.৪৪৭৫ টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষে চূড়ান্ত ব্যয় হিসাব করে পুনরায় ট্যারিফ নির্ধারণ করা হবে।

সিপিজিসিবিএল সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। এর উৎপাদিত বিদ্যুৎ থেকে যে পরিমাণ লাভ হবে, তা সরকারের লাভ হিসেবে বিবেচিত হবে। 

প্রথম সংশোধিত ডিপিপি একনেকে অনুমোদিত হয় ২০২১ সালের  ২৩ নভম্বর। প্রকল্পের মেয়াদ ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্পটি বাংলাদেশ সরকার ও সংস্থার নিজস্ব অর্থায়ন এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণে বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানের সুমিতোমো কর্পোরেশন, তোশিবা কর্পোরেশন ও আইএইচআই কর্পোরেশন।

ঢাকা/হাসনাত/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ২০২৬ এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট
  • ২০২৬ এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট
  • ঢাবির ৪০ শতাংশ শিক্ষক আন্তর্জাতিক মানের: উপাচার্য
  • আনচেলত্তি ব্রাজিলের ডাগ আউটেই, চুক্তি চূড়ান্ত সই বাকি
  • মাতারবাড়ি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ অনুমোদন