কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-জিয়ারকান্দি ব্রীজের গোমতী নদীর পাড় থেকে খোকন মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার জিয়ারকান্দি ব্রীজের গোমতী নদীর পাড়ে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

নিহত খোকন মিয়া তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়নের নাগেরচর দূর্গাপুর গ্রামের হক মিয়ার ছেলে। খোকন মিয়া ঠিকাদারি কাজ করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন জানান, স্থানীয় কয়েকজন মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা মরদেহের সুরহাতাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসি। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে আমি ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহত খোকন মিয়ার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা উদঘাটন করা সমম্ভ হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস

দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ