২৫০ রানের বেশি করতে পারবেন নিগাররা, বিশ্বাস কোচের
Published: 3rd, April 2025 GMT
নারী দলের প্রধান কোচ হিসেবে সরোয়ার ইমরানের যাত্রা শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই দিয়ে। এই টুর্নামেন্ট খেলতে আজ বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে। এর আগে গত ২২ মার্চ থেকে মিরপুরে চলেছে দিন দশেকের প্রস্তুতি।
আরও পড়ুনঈদের ছুটি না কাটিয়ে কী পেতে চান নিগাররা০২ এপ্রিল ২০২৫বাছাইপর্বে বাংলাদেশকে সব কটি ম্যাচই খেলতে হবে লাহোরে। পাকিস্তানের উইকেট সাধারণত ব্যাটিং–সহায়ক। তেমন কিছুর জন্য বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে বলে বিমানবন্দরে জানালেন প্রধান কোচ সরোয়ার, ‘আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল। আমরা সেভাবেই ক্যাম্পে স্পেসিফিক কাজগুলো করেছি, ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং-ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কেমন হবে। সবকিছুই ওভাবে অনুশীলন করেছি।’
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পাকিস্তানে গিয়েছে নারী দল। খেলোয়াড়দের এ ছবিটি গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তোলা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে