ফুলেরা গ্রামের নতুন গল্প কবে আসছে
Published: 4th, April 2025 GMT
ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’। পরপর তিনটি সিরিজের অসাধারণ সাফল্যের পর এবার আসতে চলেছে সিরিজটির চতুর্থ পর্ব। গতকাল ৩ এপ্রিল একটি প্রমোশনাল ভিডিওর মাধ্যমে নতুন পর্বের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। আগামী ২ জুলাই আসতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘পঞ্চায়েত সিজন ৪’।
উত্তর প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে পঞ্চায়েত অফিসের সচিব হিসেবে চাকরি নেন অভিষেক। তাঁর জীবনের নানা ঘটনা, চাকরিজীবনের একাধিক প্রতিকূলতা এই সিরিজের প্রাণ।
আসন্ন সিজনে কীভাবে অভিষেক, প্রধানজি এবং ফুলেরার বাসিন্দারা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, তা তুলে ধরা হবে। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র।
ভারতে বেশি দেখা সিরিজের অন্যতম অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত ৩’। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল