পটুয়াখালীর কলাপাড়ায় সোহাগ হাওলাদার (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে ২৩ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।  

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নে ধর্ষণ ও রাতে ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে মারধরের ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার স্বামী।

হাসপাতালে ভুক্তভোগী নারী জানান, ‍আত্মীয়তার সুবাদে প্রতিবেশি সোহাগ তার ঘরে যাওয়া আসা করতেন। প্রায় আড়াই বছর আগে ঘরে একা পেয়ে সোহাগ তাকে ধর্ষণ করেন এবং ওই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করেন। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সোহাগ ওই নারীকে আরো কয়েকবার ধর্ষণ করেন। গতকাল দুপুরে ভুক্তভোগীকে ঘরে একা পেয়ে আবারো ধর্ষণ করেন ওই যুবক। সন্ধ্যায় ভুক্তভোগী নারীর স্বামী নদীতে মাছ শিকারে যান। রাত সাড়ে ১১টার দিকে ফের ধর্ষণ করতে গেলে ওই নারী সোহাগকে বাঁধা দেন এবং কৌশলে ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ ভুক্তভোগীকে মারধর করেন। এসময় নারীর স্বামী বাড়িতে প্রবেশ করলে সোহাগ সেখান থেকে পালিয়ে যান।

আরো পড়ুন:

নোয়াখালীতে যমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগ

ঈদের রাতে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভুক্তভোগীর স্বামী বলেন, “আমি জেলে। তারা (অভিযুক্ত) এলাকার প্রভাবশালী। বর্তমানে মামলা না দেওয়ার জন্য তারা আমাকে হুমকি  দিচ্ছে। রাতে আমার স্ত্রী ফোন দিয়ে জানালে আমি মাছ ধরা বাদ দিয়ে বাড়িতে এসে সোহাগকে দেখতে পাই। আমাকে দেখে সে দৌঁড়ে পালিয়ে যায়। সোহাগকে এ কাজে আরো কয়েকজন সহযোগিতা করে। আমি আমার স্ত্রীকে নির্যাতনকারীর শাস্তির দাবি জানাচ্ছি।”

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, “রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” 

ঢাকা/ইমরান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ ওই ন র

এছাড়াও পড়ুন:

বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল

এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।

ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগে

ভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’

২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা

সম্পর্কিত নিবন্ধ