ইংরেজি শেখা এখন কেবল প্রয়োজনীয় নয়, বরং এটি অত্যাবশ্যক দক্ষতা হয়ে উঠেছে। বিশেষ করে শিশুর জন্য ইংরেজির গুরুত্ব অপরিসীম, কারণ ভবিষ্যতের শিক্ষা ও কর্মজীবনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই চাহিদাকে মাথায় রেখে হেডম্যান একাডেমির প্রতিষ্ঠাতা ও সিইও ইমাম হোসেন শুরু করেছেন ‘কিডস ইংলিশ’, যা শিশুদের জন্য ইংরেজি শেখার এক ব্যতিক্রমী ও মজার প্ল্যাটফর্ম। ইমাম হোসেনের এ উদ্যোগ শিশুশিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে, যেখানে মজার কৌশল, খেলাধুলার মাধ্যমে শেখানো পদ্ধতি ও বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করে ইংরেজি শেখানো হয়।
আমাদের দেশে অনেক শিক্ষার্থীই বিষয় হিসেবে বা ভাষা শিক্ষার ক্ষেত্রে ইংরেজির নাম শুনলেই ভয় পেত বা এখনও ভয় পায়। ইমাম হোসেন বলেন, ‘এই ভয়কে বিদায় জানাতে ২০১৮ সালে গড়ে তুলি হেডম্যান একাডেমি নামের একটি প্রতিষ্ঠান, যেখানে শেখার মানেই মজা। মাত্র ১৫৫ স্কয়ার ফুটের ছোট্ট এক অফিস থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠান আজ ১০,৫০০ স্কয়ার ফুটের বিশাল ক্যাম্পাসে ঢাকা এবং সিলেটে ৩,০০০ স্কয়ার ফুটে বিস্তৃত। তার চেয়েও বড় বিষয় হলো– হেডম্যান একাডেমির ছড়িয়ে পড়া ভাষা শেখার ভয়হীন এক নতুন দর্শনে। এই হেডম্যান একাডেমির অনন্য উদ্যোগ কিডস ইংলিশ। মূলত শিশুদের ইংরেজি ভয় দূর করতে ও আনন্দের সঙ্গে উপযুক্ত পরিবেশে ইংরেজি শেখানোর লক্ষ্যে ২০১৮ সালে গড়ে তুলি এ প্ল্যাটফর্মটি। শিশুরা যখন আনন্দের সঙ্গে শেখে, তখন তাদের দক্ষতা দ্রুত বিকাশ লাভ করে। কিডস ইংলিশ সেই চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিচ্ছে, যা অভিভাবকদের জন্যও স্বস্তির বার্তা।’
‘কিডস ইংলিশ’ প্লে-লার্নিং বা খেলার মাধ্যমে শেখার পদ্ধতি অনুসরণ করে। এখানে রয়েছে আকর্ষণীয় গল্প বলা, ইন্টারঅ্যাকটিভ ভিডিও, রোল-প্লে, ফ্ল্যাশকার্ড এবং গানের মাধ্যমে শব্দ শেখার মজার পদ্ধতি। শিশুরা একে অপরের সঙ্গে কথা বলা ও বিভিন্ন বাস্তব জীবনের পরিস্থিতি অনুশীলন করার সুযোগ পায়, যা তাদের আত্মবিশ্বাস বাড়ায়। শুধু শিশুরাই নয়, অভিভাবকদের জন্যও ‘কিডস ইংলিশ’ স্বস্তির বার্তা নিয়ে এসেছে। অনেক অভিভাবক সন্তানদের ইংরেজি শেখানোর উপযুক্ত উপায় বা পরিবেশ খুঁজে পান না। তাদের জন্য ‘কিডস ইংলিশ’ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিশুরা খেলতে খেলতে শেখে এবং ইংরেজি ভয় কাটিয়ে ওঠে।
ইমাম হোসেন বলেন, ‘শিশুদের ইংরেজি ডেভেলপমেন্টের জন্য আমরা প্রথম আলাদাভাবে চিন্তা করে কিডস ইংলিশ নিয়ে কাজ শুরু করেছি! ২০২৪ সালে এসে শিশুদের ইংরেজি শেখার জন্য যে পরিবেশ দরকার আমরা সে পরিবেশও নিশ্চিত করেছি। আমাদের লক্ষ্য শিশুদের ইংরেজির প্রতি ভয় কাটিয়ে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা। আমরা চাই তারা আনন্দের মাধ্যমে শিখুক এবং ভাষাটিকে সহজভাবে রপ্ত করুক।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনে গুরুতর আর্থিক অনিয়ম ও আইনের লঙ্ঘন থাকা সত্ত্বেও তা নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপন না করায় সাত নিরীক্ষক (অডিটর) প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য অডিট এবং অ্যাসিউর্যান্স কার্যক্রমে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সেইসঙ্গে ওই নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষকদের কেন অযোগ্য ঘোষণা করা হবে না, সেই মর্মে ব্যাখ্যা তলব করে তাদের শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আরো পড়ুন:
সোনালী পেপারের শেয়ার কারসাজি: ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা
পুঁজিবাজার উন্নয়নে ডিএসই ও ডিসিসিআইয়ের যৌথ সভা
গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক এ হক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস; রিংসাইন টেক্সটাইল লিমিটেডের ৩০ জুন, ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক যথাক্রমে: আহমেদ অ্যান্ড আক্তার, মাহফেল হক অ্যান্ড কোং, আতা খান অ্যান্ড কোং এবং সিরাজ খান বসাক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস; আমান কটন ফাইব্রাস লিমিটেডের ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস এবং ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ জুন, ২০১৮ ও ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক মাহফেল হক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস আর্থিক প্রতিবেদনে গুরুতর আর্থিক অনিয়ম ও সিকিউরিটিজ আইনের লঙ্ঘন থাকা সত্ত্বেও নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপন করেনি।
এ সকল নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষককে পুঁজিবাজারের তালিকাভুক্ত সকল কোম্পানি, সকল ধরনের বিনিয়োগ স্কিম (যথা- মিউচ্যুয়াল ফান্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড) এবং পুঁজিবাজারে মধ্যস্থতাকারী সকল প্রতিষ্ঠানের অডিট ও অ্যাসিউর্যান্স কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা তথা পাঁচ বছরের জন্য অডিট ও অ্যাসিউর্যান্স কার্যক্রমে অংশগ্রহণে কেন অযোগ্য ঘোষণা করা হবে না এই মর্মে ব্যাখ্যা তলব করে শুনানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা/এনটি/বকুল