লক্ষ্মীপুরে একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আমন্ত্রণ না করায় দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। গত সোমবার বেলা একটার দিকে সদর উপজেলার কামানখোলা অলিউল্যাহ মুসলিম পলিটেকনিক একাডেমিতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রদল নেতার নাম সাঈদ সারোয়ার ওরফে শুভ। তিনি সদর উপজেলার কামানখোলা বাজার এলাকার আবদুল আজিজের ছেলে ও স্থানীয় দালাল বাজার ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদায় অনুষ্ঠান চলাকালে লুঙ্গি পরা অবস্থায় হাতে একটি এসএস পাইপ নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন সাঈদ সারোয়ার। এ সময় অনুষ্ঠানস্থলে থাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের কাছে জানতে চান তাঁকে কেন আমন্ত্রণ জানানো হয়নি। একপর্যায়ে পাইপ নিয়ে দুই শিক্ষকের দিকে তেড়ে যান তিনি। কিছুক্ষণ পর সাঈদ সারোয়ারের বাবা আবদুল আজিজও ঘটনাস্থলে আসেন। তিনিও এক শিক্ষককে লাঞ্ছিত করেন।

বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ‘তিনি এসেই জানতে চান তাঁকে কেন দাওয়াত দেওয়া হয়নি। এ সময় তাঁর পরিচয় জানতে চাইলে তিনি আমাদের মারধর করতে আসেন। আমিসহ কয়েকজন শিক্ষক একটি কক্ষে ঢুকে কোনো রকম নিজেদের রক্ষা করি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভূঁইয়া বলেন, ‘তিনি কেন এমন অশালীন আচরণ করেছেন জানি না। আমাকে মারতে তেড়ে এসেছেন, তাঁর বাবাও আমাকে মারধরের চেষ্টা করেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাঈদ সারোয়ার বলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা এই বিদ্যালয় গড়ে তুলেছেন। এরপরও বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে আমাদের জানানো হয় না। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছি, কাউকে লাঞ্ছিত করার অভিযোগ সত্য নয়।’ তিনি বলেন, ‘প্রধান শিক্ষক আওয়ামী লীগের দোসর। তিনি বিগত দিনে বিদ্যালয়ের আয়–ব্যয়ের কোনো হিসাব দেননি। এখনো লুটপাট করে যাচ্ছেন।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাকসুদুর রহমান বলেন, সাঈদ সারোয়ারের পূর্বপুরুষেরা বিদ্যালয়ের জন্য জমি দান করেছেন। তাই বলে বিদ্যালয়ে ঢুকে এ ধরনের ঘটনা ঘটানো খুবই নিন্দনীয়। তাঁদের পরিবারের একাধিক সদস্য বিদ্যালয়ে চাকরি করছেন।

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমান বলেন, ‘ছাত্রদলে সাঈদের এখন কোনো পদপদবি নেই। তাই তাঁর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়াও সম্ভব নয়।’ লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আবদুল মোন্নাফ বলেন, ‘ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ঈদ স র য় র য় অন ষ ঠ ন ছ ত রদল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ