মৌন ভঙ্গি
মাসুদুর রহমান মাসুদ
দেয়ালে তৈলচিত্র–
ফুলমুখী শত ডানার প্রজাপতি।
মৌনতার ভঙ্গিতে শালিক
নম্রতা মেখে শ্যেন দৃষ্টিতে।
আকাশে একঝাঁক শকুন,
বক্রতা ভেঙে পৃথিবী দাপিয়ে চলে।
সকালের রেখার মতো কিছু শান্তিকামী।
নতুন পৃথিবীর স্বপ্ন বুনে,
শকুনের চোখ থেকে ঝরে পড়ে আগুন!
ভস্ম হয় নতুন স্বপ্ন।
অভিমানে পোড়াও ফাগুন তুমি
নিষাদ আফসারী খানম
বোশেখেও কাটে না আমাদের জ্বর
নরক-ঈশ্বরী কি আমি তবে
তাই কি সাজবে না কবিতার বাসর!
কদম ছুঁয়ে কবিতা লিখিনি এখনও
বর্ষা এখনও আসেনি এখানে
চৈত্রের খরা সয়ে যাচ্ছি
আগুনে পুড়ছে বাসর।
পলাশ ফুলে নিবেদিত হয়েছি,
কদম কেশর মাখিনি এখনও
জারুল বনে কি আগুন লেগেছে!
খরতাপে পুড়ছে ফাগুন, বোশেখী
বর্ষায়ও সিক্ত হয় না মন-প্রাণ, দেহ
শীতলতা নামে না মনে।
আসন্ন শ্রাবণে হোক সবকিছু সুন্দর
কবিতা ছুঁয়ে সাজাও বাসর কাব্যিক ঈশ্বর,
বর্ষার জলে কবিতার গায়ে প্রাণ ঢেলে দাও তুমি!
অচেনা কেউ
শফিকুল মুহাম্মদ ইসলাম
সেদিন অচেনা কেউ কাছে এসে বলে
নীলাদ্রির রূপে এই গগনের তলে!
ভোরের নদীর মতো নীরব নিথর;
বাংলার মাঠ-ঘাট ও ঘাসের ভেতর।
দোয়েলের শিস আর কোকিলের সুর,
শুনেছ কি কেউ থেকে বহুদূর।
তারপর শুধুই আঁধার
শারমিন নাহার ঝর্ণা
হাঁটছি আঁধারের সিঁথি বেয়ে
আকাশে জোছনার আলো নেই
নক্ষত্র গভীর ঘুমে আচ্ছন্ন।
গভীর অরণ্য ঘন আঁধার,
চোখে পড়ছে না হিংস্র হায়েনার হাসি।
অকস্মাৎ সারি সারি জোনাকির আলো
আলোর রশ্মি ধরে হাঁটতে চেয়েছিলাম বহুদূর।
বৈরী দমকা হাওয়ায় উড়ে গেল জোনাকি
তারপর শুধুই আঁধার!
জানি না কবে উঠবে জোছনা আবার।
কেন আড়ালে থাকো
মহসিন আলম মুহিন
আশা দিয়ে তুমি আড়ালে চলে গেলে,
কীসের ছুতায়, কী দোষ খুঁজে পেলে।
ভরা ভাদ্রে বলো কেন আছো দূরে সরে,
নদী যৌবনা, তবুও মিশে না কেন সাগরে।
নয়নের জলে বেদনারা ভিজে ভিজে সিক্ত–
ফল নাহি মেলে, সবই লাগে যেন রিক্ত।
ফুল আসে, কেন ফল নাই গাছের ডালে,
ঘুঙুর পরা পাখিরা বসে না কেন চালে।
কেন আড়ালে থেকে বিরহের দাও জ্বালা,
তোমারই বিহনে অন্তর পুড়ে হলো কালা।
মেঘে ঢাকা চাঁদ যায় না দেখা চোখ ভরে,
বিষাদ লাগে, সারাক্ষণ মনটা শুধুই পোড়ে।
বিশৃঙ্খল বেঁচে থাকা
ইসতিয়াক আহমেদ হৃদয়
বেঁচে থাকা আজকাল; বিশৃঙ্খলা হয়ে দাঁড়িয়েছে।
হৃদয়ের বেদি ব্যথা, ঘুমের অসুখ, আহারের অরুচি,
বিছানায় ছন্নছাড়া অনিয়মের ছড়াছড়ি–
বয়সের ক্লান্ত লোমে বেড়ে চলেছে ক্রমাগত।
দিনরাত কবিতার টেবিলে তৈরি হচ্ছে
তোমাকে নিয়ে বাঁচার গল্প!
তবুও স্বপ্নের মধ্যে জেগে থাকার স্মৃতি
তোমার নেপথ্যে নিশীথের হট্টগোল।
ভাঙা চুড়ির আওয়াজ, মোলায়েম স্পর্শ,
দুঃখের ভরসমেত একটি শরীর–
আর বলো ক’জন নারীই বা নিতে চাইবে?
সস্তা প্রেমের মূল্য দিয়ে বলো, আজকাল আর
ক’জন প্রেমিকা দামি দামি স্বপ্ন কিনে?
কে জানে–
কবে শেষ হবে আমার এ দুর্ভেদ্য জীবন!
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ