‘পরিবাররে সবার তুলনায় মা আমার অভিনয় সবচেয়ে বেশি ভুল ধরেন। এজন্য তাকে নিয়ে ঈদের দিন সিনেমাটি দেখেছি। সেদিন মা আমাকে পাশ নম্বর দিয়েছেন। এরপর আমার জন্য বড় পরীক্ষা ছিল দর্শক। তারা যেহেতু ভালো বলেছেন সেহেতু ধরেই নিয়েছি দর্শকের পরীক্ষায় পাশ করে গেছি।’

সোমবার রাতে রাজধানীর এয়ারপোর্ট রোডের সেন্টারপয়েন্ট শপিং মল স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ‘দাগি’ টিম। সিনেমা দেখা শেষে কথাগুলো বলেন নায়িকা তমা মির্জা।

বিরতির পর যে তমা মির্জাকে দেখা গেছে সেটা পর্দায় উপস্থাপন করা নাকি তার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। তমা মির্জার কথায়, ‘আমার মনে হয়, বিরতির পর যে আমি হয়ে ফিরলাম সেটা আমার জন্য বেশি চ্যালেঞ্জিং ছিল। কারণ, আমার জেরিন চরিত্রটার মধ্যে অনেকগুলো লেয়ার ছিল। যেগুলো ফুটিয়ে তুলতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। শেষ পর্যন্ত ঠিকভাবে ফুটিয়ে তুলতে পেরেছি এটাই আমার জন্য প্রাপ্তির।’

তমা মির্জার মতে, ‘দাগি’ সিনেমায় আফরান নিশো, সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপুর চরিত্র ছিল একেকটা গহনার মত।

তমা বলেন, “আমাদের ‘দাগি’ সিনেমার সবগুলো চরিত্র দারুণ। এখানে আফরান নিশোর বিকল্প কিছুই ছিল। নিশান চরিত্রটা তিনি (নিশো) যেভাবে প্লে করেছেন তাতে অন্য কাউকেই চিন্তা করা যায় না। এছাড়া সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু যা করেছে, তাঁদের অভিনয় দেখে আমি নিজেও অবাক হয়েছি। প্রত্যেকটা সময় অভিনয়ে তাঁরা মুগ্ধতা ছড়িয়েছে। এছাড়া মানিরা মিঠু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিমসহ সবগুলো চরিত্র ছিল একেকটা অলংকারের মত। একজনকে বাদ দিয়ে ‘দাগি’ সিনেমা কল্পনা করা যায় না।”

সমাজের অন্ধ চোখ আর বন্ধ মগজ খুলে দেয়ার বার্তা নিয়ে নির্মিত হয়েছে ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের আলফা আই, চরকি ও ভারতের এসভিএফ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: তম ম র জ আফর ন ন শ আম র জ

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বর জকসু নির্বাচন না হলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হবে: আপ বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত না হলে তা শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের প্রতারণা বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

দাবিগুলো হলো— আসন্ন জকসু নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত করতে হবে; নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে; নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে; সব সংগঠনকে সমান সুযোগ দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; অরাজনৈতিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জবির প্রধান সংগঠক মাসুদ রানা বলেন, “আমরা যখন জকসুর দাবিতে অনশন করছিলাম, তখন প্রশাসন ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনশন ভাঙিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটি মহল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।”

তিনি বলেন, “ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা ও বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা থাকায় ওই মাসে নির্বাচন অসম্ভব। তাই ২৭ নভেম্বরই জকসু নির্বাচনের উপযুক্ত সময়।”

তিনি আরো বলেন, “আমরা জানতে চাই, নির্বাচন পেছানোর মধ্য দিয়ে জকসু নির্বাচন ভণ্ডুল করার কোনো প্রক্রিয়া চলছে কিনা। পুরান ঢাকাকে অস্থিতিশীল করে একটি মহল নির্বাচন পণ্ড করতে চায়। শিক্ষার্থীদের জীবনের প্রথম ভোট হবে জকসু নির্বাচন—তা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ