যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় বহুজাতিক প্রযুক্তি কোম্পানি সিমেন্সের কর্মকর্তা অগুস্তিন এসকোবার সপরিবার নিহত হয়েছেন। তিনি স্পেনে সিমেন্সের রেল অবকাঠামো বিভাগের নির্বাহী হিসেবে নিযুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সূত্রে এমন তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার জার্সি সিটির কাছে হাডসন নদীতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলটসহ ছয় আরোহী নিহত হন।

আরও পড়ুননিউইয়র্কে হাডসন নদীতে পড়ল হেলিকপ্টার, ছয়জন নিহত৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন আইন প্রয়োগকারী কর্মকর্তারা বলেছেন, সিমেন্সের নির্বাহী অগুস্তিন এসকোবার তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নিউইয়র্ক সিটিতে ভ্রমণ করছিলেন। এ সময় তাঁদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং সবাই নিহত হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার সময় তাঁরা একটি বিকট শব্দ শুনতে পেয়েছেন। তারপর হেলিকপ্টারটি ভেঙে পড়তে দেখেছেন তাঁরা।

ঊর্ধ্বতন এক আইন প্রয়োগকারী কর্মকর্তা বলেছেন প্রযুক্তি কোম্পানি সিমেন্সের রেল অবকাঠামোর প্রধান নির্বাহী অগুস্তিন এসকোবার, তাঁর তিন সন্তান ও তাঁর স্ত্রী ওই হেলিকপ্টারে ছিলেন। ঘটনার পর হিমশীতল নদী থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে, তবে কেউ বেঁচে নেই। ঘটনার সংবেদনশীলতার কারণে ওই আইন প্রয়োগকারী কর্মকর্তা তাঁর নাম প্রকাশ করেননি।

আরেক কর্মকর্তা নিশ্চিত করেছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় সিমেন্সের নির্বাহী ও তাঁর পরিবার নিহত হয়েছেন। হেলিকপ্টারের পাইলটও নিহত হয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ