বিয়েতে রাজি না হওয়ায় দুই বোনকে মারধর, থানায় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ
Published: 11th, April 2025 GMT
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণী ও তাঁর বোনকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পারভীন আক্তার অভিযোগ করেন, ঘটনার পর দোহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। রাতেই ওই ঘটনার কথা ফেসবুকে ছড়িয়ে পড়ে। পারভীনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। বর্তমানে তিনি বোনের বাড়ি দোহারের রামনাথপুরে থাকেন।
পারভীন আক্তার বলেন, বিলাশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় দেওয়া শাজাহান মাঝি দীর্ঘদিন ধরে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় তিনি বিভিন্ন সময় হুমকি দিয়েছেন। গতকাল দুপুরে শাজাহান তাঁর দুলাভাই মো.
এ বিষয়ে জানতে চাইলে শাজাহান মাঝি প্রথম আলোকে বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। বিয়ের প্রস্তাব অনেক আগেই দিয়েছিলাম, এখন আর কোনো চাপ দিচ্ছি না। এটা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ।’
ঘটনার পর পারভীন আক্তার দোহার থানায় লিখিত অভিযোগ দেন। মো. আদিল অভিযোগ করেন, পুলিশ ব্যবস্থা না নিয়ে মীমাংসার কথা বলেছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘শুনেছি একটি অভিযোগ দেওয়া হয়েছে। আমি বাইরে থাকায় এখনো তা দেখা হয়নি। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম রধর
এছাড়াও পড়ুন:
বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল
এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।
ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগেভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’
২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা