আজ পহেলা বৈশাখ। শুরু হয়েছে বঙ্গাব্দ ১৪৩২। বাংলা সনকে বরণে দেশজুড়ে চলছে নানা আয়োজন। সবার মতো বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছেন ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিম। অনুরাগীদের জানিয়েছেন শুভেচ্ছা। সেই সঙ্গে বর্ষবরণের পুরনো স্মৃতিতে ভাসলেন এই নায়িকা।

স্মৃতিচারণ করেন মিম বলেন, ‘পহেলা বৈশাখ দিনটা আমার কাছে সত্যিই আনন্দের। ছোটবেলা থেকেই দিনটা আমরা উদযাপন করি। এই দিনটার জন্য আলাদা করে আমরা নতুন জামা কিনতাম।’

ছোটবেলায় মিমের পহেলা বৈশাখ মানেই ছিল বৈশাখী মেলা। মফস্বলে বড় হওয়া মিম মেলায় যেতেন, নাগরদোলায় চড়তেন। তখন সময়টা তার কাছে ছিল অন্যরকম আনন্দের।

মিমের কথায়, ‘মেলায় বিভিন্ন ধরনের খাবার, মিষ্টি থাকতো। সেগুলো খাওয়ার একটা অন্য রকম মজা ছিল তখন। এগুলো এখন ভীষণ মিস করি।’

এবার পহেলা বৈশাখ পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন মিম। এ উৎসব উদযাপনে আগের মতো আর বাইরে খুব একটা যাওয়া হয় না তার। 

তিনি বলেন, ‘বাসায় নানান রকমের খাওয়া-দাওয়া হয়। মা পান্তা ভাত রাখেন, সঙ্গে ইলিশ মাছ ভাজা, নানান রকমের ভর্তা, আরও অনেক পদ থাকে। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি, মা মাটির বাসনপত্রে সব খাবার-দাবার ও ফুল দিয়ে সুন্দর করে টেবিল সাজিয়ে রেখেছেন। এ দিন সকলে একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করি, বন্ধু-বান্ধব বাড়িতে আসে, তাদের সঙ্গে ছবি তুলি। বাসাতেই হই হই করে নববর্ষ উদযাপন করি।’

২০২২ সালে শরিফুল রাজের বিপরীতে ‘পরাণ’ ছবিতে দেখা গেছে মিমকে। ২০২৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা জিতের বিপরীতে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মানুষ’ ছবিতে মিমের কাজ করার কথা শোনা যায়। সর্বশেষ সুমন ধর পরিচালিত ‘আমি ইয়াসমিন বলছি’ ছবিতে মিমের যুক্ত হওয়ার কথা শোনা গিয়েছিল।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু

২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।

প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।

১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।

১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।

২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে

সম্পর্কিত নিবন্ধ