স্মৃতি-আনন্দ-উচ্ছ্বাসে ভরে গেল স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫
Published: 19th, April 2025 GMT
স্মৃতির ভেলায় গৌরবের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে স্মৃতি-আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫’। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) সকাল ৯টা থেকে স্টামফোর্ড ইউনিভার্সিটির ‘অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট ২০২৫’-এ রেজিস্ট্রেশনকৃত শত শত প্রাক্তন শিক্ষার্থীর উষ্ণ অভ্যর্থনায় ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয় তাঁদের স্মৃতিবিজড়িত প্রাণের ক্যাম্পাসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
বেলা ১১টায় অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫-এর আহ্বায়ক অধ্যাপক জামাল উদ্দিন আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারাহ নাজ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক মো.
প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারহনাজ ফিরোজ বলেন, ‘আজ ইউনিভার্সিটির জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। যে আনন্দের আলো এবং উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ইউনিভার্সিটির প্রতিটি কোনায় কোনায়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের আজকের এই অবস্থানের পেছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি। এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন শেষে আপনারা ছড়িয়ে পড়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। আপনাদের এই ছড়িয়ে পড়া মানেই হচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটির ছড়িয়ে পড়া।
বেলা তিনটায় মধ্যাহ্নভোজের পর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫। বিজ্ঞপ্তি
আরও পড়ুননিউজিল্যান্ডের ‘টঙ্গারেওয়া স্কলারশিপ’, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সুযোগ১২ ঘণ্টা আগেআরও পড়ুনফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম, আইইএলটিএসে ৭ স্কোরে বৃত্তির আবেদন১৭ এপ্রিল ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ভ র স ট র অন ষ ঠ আনন দ
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫