‘বিয়ের ফুল ফুটছে নাকি’—প্রশ্ন শুনে কী বললেন শুবমন গিল
Published: 22nd, April 2025 GMT
ঘটনাটা ঘটে গতকাল আইপিএলে। গুজরাট টাইটানস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে। টসের সময় ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সঙ্গে কথা বলছিলেন গুজরাটের অধিনায়ক শুবমন গিল। মরিসনের উপস্থাপনা তো সব সময়ই অননুমেয়। কখনো কখনো মজার ছলে এমন প্রশ্ন করে বসেন, বিব্রত হতে হয় তাঁর সামনে থাকা মানুষটাকে।
ভরা ইডেন গার্ডেনে মাইক হাতে শুরুতে বাংলায় কলকাতা, ‘কেমন আছ’ বলে শুরু করা মরিসন টসের পর প্রথম কথা বলেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গে। এরপর গুজরাট অধিনায়কের সঙ্গে কথা বলতে গিয়ে মরিসন হঠাৎই বলে বসেন, ‘তোমাকে দেখে বেশ হাসিখুশি মনে হচ্ছে। কী ব্যাপার? বিয়ের ফুল ফুটছে নাকি? সামনেই কি বিয়ে?’
হঠাৎ এমন প্রশ্নে কিছুটা বিব্রত হয়ে পড়েন গিল। চোখমুখ লাল হয়ে যায় তাঁর। তারপর হাসতে হাসতে বলেন, ‘না, সে রকম কিছু না।’
গিলের সঙ্গে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা দীর্ঘদিনের। গুঞ্জন ছিল, দুজন চুটিয়ে প্রেম করছেন। আবার কিছুদিন আগে শোনা গেছে, দুজনের মধ্যে নাকি সব চুকেবুকে গেছে। ইনস্টাগ্রামে নাকি গিল-সারা একজন অন্যজনকে ‘আনফলো’ করে দিয়েছেন।
ড্যানি মরিসনের সঙ্গে শুবমন গিল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব