পাকিস্তানি বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে রোষানলে ভারত তারকা
Published: 25th, April 2025 GMT
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই জ্যাভলিন থ্রো তারকা—ভারতের নীরাজ চোপড়া ও পাকিস্তানের আরশাদ নাদিম। মাঠের লড়াইয়ের বাইরে দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও বেশ আলোচিত। তবে সেই বন্ধুকে প্রতিযোগিতায় আমন্ত্রণ জানিয়ে এবার বড়সড় বিতর্কে জড়িয়েছেন ভারতের অলিম্পিকজয়ী অ্যাথলেট নীরাজ চোপড়া। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর এই আমন্ত্রণ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় প্রবল সমালোচনা। তিরস্কারের মুখে নীরাজ ও তার পরিবার।
এই প্রেক্ষাপটে অবশেষে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন নীরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আরশাদ নাদিমকে ‘এনসি ক্লাসিক’-এ আমন্ত্রণ জানানো নিয়ে অনেক কথা হচ্ছে। পরিবারকেও টার্গেট করা হচ্ছে। একজন ক্রীড়াবিদ হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এর বাইরে কিছু নয়। এই প্রতিযোগিতার মাধ্যমে আমি বিশ্বের সেরা অ্যাথলেটদের ভারতে আনতে চেয়েছি। আমন্ত্রণ পাঠানো হয়েছিল পহেলগামের ঘটনার আগেই। পরে যা ঘটেছে, তার পর স্বাভাবিকভাবেই আরশাদের অংশগ্রহণের প্রশ্ন ওঠে না।’
প্রসঙ্গত, ‘এনসি ক্লাসিক’ নামের এই প্রতিযোগিতা আয়োজিত হবে বেঙ্গালুরুতে। শুরুতে হরিয়ানায় হওয়ার কথা থাকলেও, পরবর্তীতে স্থান পরিবর্তন করা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়ারদেরই এই ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান নীরাজ। যদিও পরে ঘোষিত চূড়ান্ত তালিকায় আরশাদের নাম ছিল না।
নীরাজ আরও বলেন, ‘আমি খুব বেশি কথা বলি না বলে চুপ করে থাকি, তার মানে এই নয় যে, অন্যায় দেখলে মুখ বন্ধ রাখব। যখন আমার দেশপ্রেম বা পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন ওঠে, তখন তো উত্তর দিতেই হয়। দেশই আমার কাছে সবার আগে। যারা নিজেদের প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা। পহেলগামের ঘটনার পর আমি যেমন ব্যথিত, তেমনি ক্ষুব্ধও। আমি বিশ্বাস করি, আমার দেশ এর জবাব ঠিকই দেবে।’
নিজের দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠায় ব্যথিত নীরাজ আরও বলেন, ‘আমি বহু বছর ধরে গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। সেই আমি, আজ আমার দেশপ্রেম প্রমাণ করতে বাধ্য হচ্ছি—এটা অত্যন্ত কষ্টদায়ক। সংবাদমাধ্যমে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমি চুপ থাকছি বলে তা সত্যি হয়ে যাবে না। আমাদের পরিবার সাধারণ মানুষ, অনুগ্রহ করে আমাদের এসবের মধ্যে টানবেন না।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।
টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।
অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ