বিয়ের পোশাক নয়, জোনায়েদ ও মিমের পরনে উঠল কাফন
Published: 25th, April 2025 GMT
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ছেলে জোনায়েদ হোসেন সিকদারের সঙ্গে হাটহাজারীর মেয়ে মোরশেদা জাহান মিমের প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার মেনে নিলে আজ শনিবার তাদের বিয়ের দিন নির্ধারণ করা হয়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিয়ের পোশাকের পরিবর্তে তাদের দু’জনের গায়ে উঠল কাফন। ঘুরতে বের হয়ে গত বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একই সঙ্গে তাদের দু’জনের প্রাণ গেছে।
বিকেল ৪টায় মিমকে তাঁর বাড়ি পৌঁছে দেওয়ার সময় রাউজানের গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বাইক দুর্ঘটনায় তারা গুরুতর আহত হলে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাইকের সংঘর্ষে জোনায়েদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার।
২০ বছরের জুনায়েদ শিকদার রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রাজাভবন এলাকার আকবর সিকদারের ছেলে। আর ১৭ বছরের মিমের বাড়ি হাটহজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।
এদিকে সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও তাঁর শিশুসন্তান নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বামী ও মেয়েসহ দু’জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার পাটকেলঘাটা থানার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– খুলনার পাইকগাছা থানার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধু (২৬) ও তাদের শিশুসন্তান সৌরভ সাধু (২)। আহতরা হচ্ছেন– স্বামী অপূর্ব সাধু (৩২) ও মেয়ে সুর্বণা ওরফে সুমি সাধু (৫)। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মাহমুদুল ইসলাম জানান, অপূর্ব সাধু তাঁর স্ত্রী রিতা সাধু, মেয়ে সুর্বণা ওরফে সুমি ও শিশুসন্তান সৌরভ সাধুকে নিয়ে একটি মোটরসাইকেলে ছিলেন। তারা পাইকগাছার কপিলমুনি থেকে পাটকেলঘাটা হয়ে যশোরের সাগরদাঁড়ী গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পাটকেলঘাটার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
মিরসরাইয়ে মোটর সাইকেলের ধাক্কায় আবুল কাশেম (৭২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম খইয়াছড়া ইউনিয়নের উত্তর গাছবাড়িয়া গ্রামের মৃত এবাদুল রহমানের ছেলে ও হাদি ফকিরহাটের ব্যবসায়ী।
নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রশিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেড়গঙ্গারামপুর আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মৃত দারোগ আলীর ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যানে বেড়গঙ্গারামপুর আসছিলেন আব্দুর রশিদ। এ সময় নাজিরপুর থেকে আসা একটি মোটরসাইকেল বেপোরোয়া গতিতে ছুটে এসে ভ্যানের সামনে ধাক্কা দেয়। এতে আব্দুর রশিদ গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রাউজান (চট্টগ্রাম), গুরুদাসপুর (নাটোর), মিরসরাই (চট্টগ্রাম) ও কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি)
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিলেট নগরে প্যাডেলচালিত রিকশা ভাড়া ন্যূনতম ২০, সর্বোচ্চ ১০০ টাকা
সিলেট নগরে প্যাডেলচালিত রিকশার ভাড়া পুনর্নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করেছে মহানগর পুলিশ। তালিকা অনুযায়ী ন্যূনতম ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ১০০ টাকা ধরা হয়েছে। প্রস্তাবিত নতুন ভাড়া ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
আজ সোমবার সকালে মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট শহরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের জন্য নতুন করে প্রস্তাবিত রিকশা ভাড়ার হার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভাড়ার তালিকা প্রণয়নের সময় নগরের রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চাকরিজীবী, ছাত্র-ছাত্রী, প্যাডেল রিকশা সমিতি, সাধারণ জনগণের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে।
এর আগে ২০১৫ সালে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ প্যাডেলচালিত রিকশা ভাড়ার তালিকা নির্ধারণ করেছিল। তবে ওই ভাড়া তালিকা শুরু থেকে মেনে নেননি রিকশাচালকেরা। এর ১০ বছর পর পুলিশের পক্ষ থেকে রিকশা ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
পুনর্নির্ধারিত প্রস্তাবিত ভাড়া তালিকায় দেখা গেছে জিন্দাবাজার মোড় (পয়েন্ট) থেকে লামাবাজার, মিরাবাজার, আম্বরখানা, ভাতালিয়া পর্যন্ত ৩০ টাকা। সুবিদবাজার, পাঠানটুলা, ঈদগাহ, শেখঘাট পর্যন্ত ৪০ টাকা। শিবগঞ্জ, ওসমানী মেডিকেল পর্যন্ত ৫০ টাকা। বালুচর, টিলাগড়, বাগবাড়ি, চৌকিদেখি, পাঠানটুলা, মদিনা মার্কেট পর্যন্ত ৬০ টাকা।
কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় পর্যন্ত ৬০ টাকা। শিবগঞ্জ, নতুন ব্রিজ ৪০ টাকা। মিরাবাজার ও যতরপুর ৩০ টাকা। উপশহর (এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে ব্লক) ৫০ টাকা। নতুন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টার্মিনাল ৭০ টাকা। রেলওয়ে স্টেশন, গোপশহর মকন দোকান, গোয়াবাড়ি, আখালিয়া বিজিবি ক্যাম্প গেট, ভাঙ্গাটিকর, টুলটিকর, মিরাপাড়া পর্যন্ত ৮০ টাকা। ঝেরঝেরিপাড়া, শিবগঞ্জ সোনাপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, উত্তর কাজীটুলা, গোয়াইটুলা, আম্বরখানা, মাহিমপুর, দর্শন দেউরী, সুবিদবাজার, ভাতালিয়া, ওসমানী মেডিকেল, কুমারপাড়া (ঝরনারপাড়) ৫০ টাকা। দর্জিবন্দ, শাহী ঈদগাহ, লেচুবাগান, হাউজিং এস্টেট, লন্ডনী রোড ও পাঠানটুলা, বাগবাড়ি, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল, নবাব রোড (শেখঘাট পিচের মুখ, কলাপাড়া ডহর), ঘাসিটুলা বেতেরবাজার, আম্বরখানা, কলবাখানী, মেন্দিবাগ, সাদাটিকর ৫০ টাকা। জল্লারপাড়, তোপখানা ২০ টাকা।
এ ছাড়া কোর্ট পয়েন্ট থেকে নতুন ব্রিজ হয়ে কদমতলী, লাউয়াই, বিসিক শিল্পনগরী, বরইকান্দি, চৌকিদেখি, লাক্কাতুরা, শাপলাবাগ ৭০ টাকা। কাজীটুলা, রাজারগলি, শাহজালাল দরগাহ গেট, মিরের ময়দান, শেখঘাট, রিকাবীবাজার, দাড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল, পশ্চিম কাজিরবাজার, ছড়ারপার, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার আগপাড়া, সোবহানীঘাট, চালিবন্দর ৩০ টাকা। শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেট ৯০ টাকা। কুমারগাঁও বাস টার্মিনাল ১০০ টাকা। খোজারখোলা, সরকারি কলেজ ছাত্রাবাস, বালুচর, বাদাম বাগিচা, মদিনা মার্কেট, কানিশাইল খেয়াঘাট, পীর মহল্লা কুশিঘাট ৬০ টাকা।
আম্বরখানা পয়েন্ট থেকে সুবিদবাজার, শাহী ঈদগাহ, কাজীটুলা ২০ টাকা। মদিনা মার্কেট, পাঠানটুলা, চৌকিদেখি ৩০ টাকা। লাক্কাতুরা, মিরাবাজার, নয়াসড়ক ৪০ টাকা। শিবগঞ্জ ৬০ টাকা। টিলাগড়, উপশহর (এবিসি পয়েন্ট), নতুন ব্রিজ ৬০ টাকা।
শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড়, সেনপাড়া, খরাদিপাড়া ২০ টাকা। নতুন ব্রিজ, বালুচর ৩০ টাকা। ঈদগাহ ৫০ টাকা। আম্বরখানা, লামাবাজার, শেখঘাট ৬০ টাকা। পাঠানটুলা, মদিনা মার্কেট, ওসমানী মেডিকেল, হুমায়ুন রশীদ চত্বর, শেখঘাট, সুবিদবাজার ৭০ টাকা এবং কদমতলী বাস টার্মিনাল ৮০ টাকা।
দক্ষিণ সুরমা কিনব্রিজ থেকে রেলগেট ২০ টাকা। হুমায়ুন রশীদ চত্বর, টেকনিক্যাল, পর্যন্ত লাউয়াই ৩০ টাকা। শিববাড়ি ও গোটাটিকর পর্যন্ত ৪০ টাকা। বরইকান্দি ও আলমপুর পর্যন্ত ৫০ টাকা এবং মকন দোকান পর্যন্ত ৭০ টাকা।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত রুটের বাইরে যাতায়াতের ক্ষেত্রে প্রতি ১০০ গজের জন্য অতিরিক্ত ১০ টাকা ভাড়া প্রযোজ্য হবে। তবে নির্ধারিত রুটে উল্লিখিত নয় এমন নিকটবর্তী গন্তব্যে যাত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ ১০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে।